মঙ্গলবার, ৮ আগস্ট ২০২৩

ফরিদপুরে ডেঙ্গুতে আরো ১ জ‌নের মৃত্যু, নতুন আক্রান্ত ১২০

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ডেঙ্গুতে আরো ১ জ‌নের মৃত্যু, নতুন আক্রান্ত ১২০
মঙ্গলবার, ৮ আগস্ট ২০২৩



ফরিদপুরে ডেঙ্গুতে আরো ১ জ‌নের মৃত্যু, নতুন আক্রান্ত ১২০

ফরিদপুর জেনা‌রেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মাহবুব মিয়া (৩৫) নামের এক রোগীর মারা গেছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ১২০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

মাহবুব মাদারীপুর জেলার রা‌জৈর উপ‌জেলার ক‌বিরাজপুর গ্রা‌মের মাওলানা স‌হিদুল্লাহর ছে‌লে। তি‌নি গতকাল সোমবার সন্ধ্যায় ওই হাসপাতা‌লে ভ‌র্তি হ‌য়ে‌ছি‌লেন।
আজ মঙ্গলবার সকাল সা‌ড়ে ৭টার দি‌কে তার মৃত‌্যু হয় ব‌লে সি‌ভিল সার্জন জা‌নি‌য়েছেন। এ নি‌য়ে ফ‌রিদপু‌রে ডেঙ্গুতে মোট সাতজন মারা গে‌ল। এর মধ্যে রাজবাড়ী জেলার তিন, ফরিদপুরের দুই, মাগুরা ও মাদারীপুর জেলার একজন ক‌রে মৃত্যুবরণ করে।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ১২০ রোগী।
বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৩৩৮ জন। জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ৯৯৮ জন। এর মধ্যে এক হাজার ৬৫৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

বাংলাদেশ সময়: ১৬:৩৯:০১   ১৯১ বার পঠিত