বুধবার, ৯ আগস্ট ২০২৩

দাবানলে বিপর্যস্ত পর্তুগাল, সরিয়ে নেয়া হচ্ছে বাসিন্দাদের

প্রথম পাতা » আন্তর্জাতিক » দাবানলে বিপর্যস্ত পর্তুগাল, সরিয়ে নেয়া হচ্ছে বাসিন্দাদের
বুধবার, ৯ আগস্ট ২০২৩



দাবানলে বিপর্যস্ত পর্তুগাল, সরিয়ে নেয়া হচ্ছে বাসিন্দাদের

বছরের তৃতীয় তাপপ্রবাহে সৃষ্ট দাবানলে বিপর্যস্ত পর্তুগাল। দেশটির দক্ষিণাঞ্চলে দেখা দেয়া বেশ কয়েকটি দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দুই হাজারের বেশি দমকলকর্মী। এরইমধ্যে দেড় হাজারের বেশি মানুষকে সরিয়ে নেয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে।

পর্তুগালের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় দেখা দেয়া বেশ কিছু দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে ২ হাজারের বেশি দমকলকর্মী। মোতায়েন করা হয়েছে সাড়ে ৩শ’ বিশেষ যান ও ৯টি হেলিকপ্টার। কিছু এলাকার দাবানল নিয়ন্ত্রণে আনা গেলেও, এখনো দাউ দাউ করে জ্বলছে বিস্তীর্ণ বনভূমি। ঝুঁকিপূর্ণ বিবেচনায় বন্ধ রাখা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ মহাসড়ক।

সবচেয়ে খারাপ পরিস্থিতি বেজা জেলার অডিমেইরা এলাকার। শনিবার (৫ আগস্ট) সৃষ্ট দাবানলে এরইমধ্যে পুড়ে ছাই গেছে প্রায় ৭ হাজার হেক্টর বনভূমি। নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে ২০টি গ্রামের দেড় হাজারের বেশি মানুষকে।

অঞ্চলটিতে এখনো ৩৮টি দাবানল সক্রিয় আছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন কয়েকজন দমকল কর্মী।

এদিকে, নতুন করে অনেক জায়গায় আগুন ছড়িয়ে পড়লেও নিয়ন্ত্রণে এসেছে লেইরা অঞ্চলের দাবানল পরিস্থিতি। তবে আবার আগুন জ্বলে উঠতে পারে এমন আশঙ্কায় কাজ অব্যাহত রেখেছে দমকল বাহিনী।

মঙ্গলবার (৮ আগস্ট) কইম্ব্রা অঞ্চলে সৃষ্ট দাবানলও ছড়িয়ে পড়ছে দ্রুত গতিতে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি এগিয়ে আসছেন স্থানীয়রাও।

বাংলাদেশ সময়: ১১:২৩:১৫   ১০৭ বার পঠিত