বুধবার, ১৬ আগস্ট ২০২৩

হত্যার পর ২৪ বছর আত্মগোপন, অবশেষে র‍্যাবের হাতে গ্রেপ্তার

প্রথম পাতা » চট্টগ্রাম » হত্যার পর ২৪ বছর আত্মগোপন, অবশেষে র‍্যাবের হাতে গ্রেপ্তার
বুধবার, ১৬ আগস্ট ২০২৩



হত্যার পর ২৪ বছর আত্মগোপন, অবশেষে র‍্যাবের হাতে গ্রেপ্তার

২৪ বছর পালিয়েও শেষ রক্ষা হলো না মো. ছালেহ আহম্মেদের (৭০)। অবশেষে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) হাতে ধরা পড়েছেন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই আসামি।

মঙ্গলবার (১৫ আগস্ট) নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে সোমবার (১৪ আগস্ট) রাতে চট্টগ্রামের ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ছালেহ আহম্মেদ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের আলী আহমদের ছেলে।

র‍্যাব-১১ সূত্রে জানা যায়, ১৯৯৯ সালে হত্যার পর মো. ছালেহ আহম্মেদ গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান। পরে হত্যা মামলায় আদালত দীর্ঘ শুনানি শেষে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

র‍্যাব-১১ এর সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান ঢাকা পোস্টকে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি মো. ছালেহ আহম্মেদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলার বেগমগঞ্জ থানায় প্রেরণ করা হয়। তারপর বিচারিক আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:০৬:১০   ১০৬ বার পঠিত