বুধবার, ২৩ আগস্ট ২০২৩

ব্যবসায়ীরাই কীটনাশক নিয়ে সমালোচনা করে: মেয়র তাপস

প্রথম পাতা » ছবি গ্যালারী » ব্যবসায়ীরাই কীটনাশক নিয়ে সমালোচনা করে: মেয়র তাপস
বুধবার, ২৩ আগস্ট ২০২৩



ব্যবসায়ীরাই কীটনাশক নিয়ে সমালোচনা করে: মেয়র তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, সিটি করপোরেশনের মশকনিধন কার্যক্রম ও কীটনাশক নিয়ে যারা সমালোচনা করছেন, তারা কেউ কীটতত্ত্ববিদ নয়, তারা ব্যবসায়ী।

বুধবার (২৩ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাবলিক লাইব্রেরি সংলগ্ন এলাকায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

তাপস বলেন, আগামী শনিবার থেকে সিটি করপোরেশন বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করবে। যে ওয়ার্ডে সাত দিনে ১০ জনের বেশি রোগী পাওয়া যাবে, সেই স্থানে এই অভিযান চালানো হবে। অভিযানে প্রয়োজনে কঠোর হবে সিটি করপোরেশন। এ সময় ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ সবাইকে সচেতন হতে আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে ডিএসসিসি মেয়র বলেন, ‘রোগীর সংখ্যা এখন আমরা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। আমরা কীঠন এই কাজটি করে চলেছি। এ কাজে আপনাদের সবার সহযোগিতা প্রত্যাশা করি।’

বৃষ্টি হলে যেন কোথাও পানি জমে না থাকে এবং আশপাশের পানি জমে থাকার উৎসগুলোর প্রতি বিশেষ নজর দেয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থীসহ সচেতন মহলের সবাইকে আহ্বানও জানান মেয়র শেখ ফজলে নূর তাপস।

বাংলাদেশ সময়: ১৪:৫০:৩৪   ১০৩ বার পঠিত