শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাকারবারি আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাকারবারি আটক
শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩



চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাকারবারি আটক

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ৪ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও একটি বিদেশি পিস্তলসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক স্ট্যান্ড এলাকায় ব্যাটারিচালিত ভ্যানের যাত্রীর দেহ তল্লাশি করে অস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে সোনামসজিদ বিওপি কোম্পানি সদর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, ৫৯ বিজিবি (রহনপুর) ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

আটককৃত অস্ত্র চোরাকারবারি আব্দুল্লাহ প্রান্ত (২১) পাবনা জেলার ফরিদপুর উপজেলার বোনাইনগর গ্রামের মিলন আলীর ছেলে।

সংবাদ সম্মেলনে বিজিবি অধিনায়ক জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যে জানা যায়, সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে চোরাকারবারি ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ অস্ত্র পাচার করবে। এর পরিপ্রেক্ষিতে সীমান্ত পিলার ১৮৪ মেইন থেকে ৩ হাজার গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক স্ট্যান্ড এলাকায় ভ্যানে থাকা যাত্রীর দেহ তল্লাশি করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া আরও জানান, গত দুইদিন আগেও একই সীমান্ত এলাকা দিয়ে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। এনিয়ে গত ৫ মাসে ৬টি অস্ত্র উদ্ধার করেছে বিজিবি ৫৯ ব্যাটলিয়ন। এরমধ্যে ৫টিই ছিল বিদেশি পিস্তল। পৃথক ছয়টি অস্ত্র উদ্ধারের ঘটনায় ৬ জন আসামিকে আটক করা হয়েছে।

বিজিবি অধিনায়ক জানান, সীমান্তে অস্ত্রসহ যেকোনো মাদক ও চোরাচালান বন্ধে তৎপর রয়েছে বিজিবি। ভারতীয় চোরাকারবারিরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও মাদক ও অবৈধ চোরাচালান বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান বিজিবি অধিনায়ক।

বাংলাদেশ সময়: ১৬:৪৭:৪০   ১৩৫ বার পঠিত