শনিবার, ২৬ আগস্ট ২০২৩

ফরিদপুরে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু, ২৪ ঘন্টায় ভর্তি ৯৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু, ২৪ ঘন্টায় ভর্তি ৯৪
শনিবার, ২৬ আগস্ট ২০২৩



ফরিদপুরে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু, ২৪ ঘন্টায় ভর্তি ৯৪

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত চিকিৎসাধীন এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ৯৪ জন রোগী।

নিহত ওই গৃহবধূর নাম ইতি মন্ডল (২৮)। তার বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের জিকাবাড়ী গ্রামে। তিনি ওই গ্রামের মৃত্যুঞ্জয় বিশ্বাসের স্ত্রী।

শনিবার সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক।

ডা. এনামুল হক জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দুপুরে ওই গৃহবধূ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোররাতে মারা যান তিনি।

তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালটিতে ১৬১ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৯৪ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৩৩ জন। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৬১ জন।

তিনি জানান, হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ১২ জন। এরমধ্যে রাজবাড়ী জেলার চারজন, ফরিদপুরের পাঁচজন, মাগুরা জেলার একজন, মাদারীপুরের একজন ও গোপালগঞ্জ জেলার একজন।

বাংলাদেশ সময়: ১৬:১৫:১৬   ১৭৮ বার পঠিত