৯ ম্যাচে ৬৪৮ রান। ৮১ গড় ও ৯৮.৩৩ স্ট্রাইক রেট। সেঞ্চুরি পাঁচটি। ঈর্ষণীয় এমন ফর্ম ২০১৯ সালের বিশ্বকাপে দেখিয়েছিলেন রোহিত শর্মা। হয়েছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। এবার নিজেদের মাটিতে চার বছর আগের এই ফর্মকেই ফেরাতে চান ভারতীয় তারকা।
প্রায় এক যুগ ধরে শিরোপার ছোঁয়া পায়নি ভারত। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপই দলটির সবশেষ জেতা শিরোপা। এরপরে হাতছোঁয়া দূরত্ব থেকে ফিরতে হয়েছে একাধিকবার। তবে এবার সবকিছু ভারতের পক্ষে রয়েছে। ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর বসতে যাচ্ছে তাদের মাটিতেই। আর সেখানেই নিজের সেরা ফর্ম দিয়ে সফলতা পেতে প্রস্তুত রোহিত শর্মা।
ওয়ানডেতে তিনটি ডাবলসেঞ্চুরির রেকর্ডধারী ৩৬ বছর বয়সী ওপেনার এবার দলের অধিনায়ক। ফলে তার কাছে ক্রিকেট ভক্তদের প্রত্যাশা অনেক। ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে রোহিত নিজেদের এগিয়ে যাওয়ার কথা বলেছেন।
রোহিত শর্মা বলেছেন, ‘আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করছি। এই মুহূর্ত এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বাইরের কোনো বিষয় নিয়ে মাথা ঘামাতে চাই না। আর ২০১৯ সালের বিশ্বকাপে যেরকম মানসিকতায় ছিলাম, এবারও সেভাবে থাকতে চাই। সেই পর্যায়ে ফিরে যেতে চাই।’
রোহিত আরও বলেছেন, ‘সামনের সময়টা আমি উপভোগ করতে চাই। ২০১৯ বিশ্বকাপের আগে আমি যে সঠিক কাজ করেছিলাম, সেগুলো মনে করার চেষ্টা করছি। সেই একইভাবে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। একজন ক্রিকেটার ও ব্যক্তি হিসেবে এটি আমার কাছে গুরুত্বপূর্ণ।’
বাংলাদেশ সময়: ১১:৩২:১৩ ১৫৪ বার পঠিত