বুধবার, ৩০ আগস্ট ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১০ স্বর্ণের বার জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১০ স্বর্ণের বার জব্দ
বুধবার, ৩০ আগস্ট ২০২৩



চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১০ স্বর্ণের বার জব্দ

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা এলাকার জহুরপুরটেক সীমান্ত থেকে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি- ৫৩। যার আনুমানিক মূল্য ১ কোটি ১৬ লাখ ৬০ হাজার টাকা। এসময় কাউকে আটক করা সম্ভব্য হয়নি।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার চারবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী গ্রামে থেকে এই স্বর্ণগুলো জব্দ করা হয়।

বুধবার দুপুরে বিজিবি- ৫৩ সদর দপ্তর ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল নাহিদ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

এসময় তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিজিবি অভিযান চালালে এক চোরাকারবারি বিষয়টি টের পেয়ে তার কাছে থাকা একটি ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে ওই স্থানে তল্লাশি চালিয়ে ১০টি স্বর্ণের বার আটক করা হয়।

তিনি আরও বলেন, বর্তমানে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় অধিকাংশ চরাঞ্চল প্লাবিত হওয়ায় বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও বিজিবি সীমান্তে তৎপর থাকায় এই স্বর্ণ বারসহ চোরাচালন পণ্য জব্দে সফল হচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৬:৩৯:২৫   ১০৬ বার পঠিত