গত এশিয়া কাপে ব্যর্থতার বৃত্তে বন্দি ছিল বাংলাদেশ। গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছে টাইগাররা। তবে গতবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। আর এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে ওয়ানডে ফরম্যাটে। আর এই ফরম্যাটেই বেশ শক্তিশালী বাংলাদেশ। এশিয়া কাপে বৃহস্পতিবার (৩১ আগস্ট) শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টা ৩০ মিনিটে।
এবারের এশিয়া কাপে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান পাচ্ছেন না নিয়মিত কিছু মুখ। ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন তামিম ইকবাল, এবাদত হোসেন। আর শেষ মুহূর্তে অসুস্থতার (জ্বর) কারণে দল থেকে ছিটকে গেছেন নিয়মিত ওপেনার লিটন দাস। বাজে পারফরমেন্সের জন্য দলে জায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের।
ফলে এবারের এশিয়া কাপে বাংলাদেশ একাদশে দেখা যাবে নতুন কিছু মুখের। ওপেনিংয়ে নাঈম শেখ এবং তানজিদ হাসান তামিমের নাম বেশি শোনা যাচ্ছে। তবে বুধবার (৩০ আগস্ট) লিটনের বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন এনামুল বিজয়। যিনি ছিলেন না বাংলাদেশের ৩২ জনের প্রাথমিক স্কোয়াডেও। তিনে দেখা যাবে নাজমুল শান্তকে। বেশকিছু সময় ধরেই তিন নম্বর পজিশনে নেমে দারুণ খেলছেন এই ব্যাটার।
এদিকে প্রথম তিন ব্যাটার ডানহাতি হওয়ায় সাকিব হয়তো পাঁচ নম্বরে ব্যাটিং করবেন। ফলে চার নম্বরে দেখা যাবে তাওহীদ হৃদয়কে। তরুণ এই ক্রিকেটারকে নিয়ে আশাবাদী বাংলাদেশের নির্বাচকসহ অধিনায়ক সাকিবও। ছয় নম্বরে মুশফিকের জায়গাটা অনেকটাই পাকা। আর সাত নম্বরে দেখা যেতে পারে মেহেদী মিরাজকে। অনেকেই সাত নম্বরে আফিফের নামটা বেশি দেখতে চাইবেন, তবে সাতে খেলার সম্ভাবনা বেশি মিরাজের। একজন বাড়তি স্পিনার খেলানোর কথা মাথায় রেখেই মিরাজকে এগিয়ে রাখছেন অনেকেই। আর শেখ মেহেদী থাকবেন আট নম্বরে।
এবাদত না থাকলেও দলে রয়েছেন বেশকিছু ভালো পেসার। দলে তিন পেসার রাখবেন হাথুরু। যার ফলে মুস্তাফিজ, তাসকিনের সঙ্গে আক্রমণে থাকবেন হাসান মাহমুদ।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
নাঈম শেখ, তানজিদ হাসান তামিম/এনামুল বিজয়, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশ সময়: ১১:০০:১৩ ১০৯ বার পঠিত