শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩

কক্সবাজারে মাছ ধরার ট্রলারে বিস্ফোরণ, দগ্ধ ১২

প্রথম পাতা » চট্টগ্রাম » কক্সবাজারে মাছ ধরার ট্রলারে বিস্ফোরণ, দগ্ধ ১২
শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩



কক্সবাজারে মাছ ধরার ট্রলারে বিস্ফোরণ, দগ্ধ ১২

কক্সবাজার শহরের ৬ নং ঘাটে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১২ জেলে দগ্ধ হয়েছেন। এর মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে পৌরসভার ৬ নং ঘাটে এ ঘটনা ঘটে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেন।

দগ্ধ জেলেদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০ জন। তারা হলেন- আইয়ুব (৩১), দীন মোহাম্মদ (৩০), রফিক (২৫), মনির (২৬), শফিকুল (২৬), আরমান (২০), রহিম (৩৭), রহিমুল্লাহ (৩০), শাহিন (৩৫) ও ওসমান (১৯)।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: আশিকুর রহমান বলেন- দগ্ধ ১২ জনের মধ্যে ১০ জনের ৭০ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা খুবই গুরুতর। এদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর ৩০-৪০ শতাংশ পুড়ে যাওয়া দুজনকে সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ৬ নং ঘাটের সেলিম বহদ্দারের মালিকানাধীন ‘এফবি লাকি’ ট্রলারটি বৃহস্পতিবার মাছ ধরে কুলে ফিরে। শুক্রবার সকালে জেলেরা রান্নার জন্য গ্যাস সিলিন্ডার লাগাতে গেলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১২ জেলে দগ্ধ হন।

বাংলাদেশ সময়: ১৩:২৯:২৭   ৯০ বার পঠিত