শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩

সরিষাবাড়ী সীমান্তবর্তী এলাকায় বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ী সীমান্তবর্তী এলাকায় বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু
শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩



সরিষাবাড়ী সীমান্তবর্তী এলাকায় বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিদ্যুতায়িত হয়ে এক শ্রমিকদের মৃত্যু হয়েছে। এ ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা চরগিরিস ইউনিয়নের রঘনাথপুর এলাকায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত শ্রমিক সিরাজগঞ্জ এর উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রৌশী ইউনিয়নের ভদ্রকোল গ্রামের বাসিন্দা। সে পিতা মৃত আজাহার প্রামানিক এর ছেলে জহুরুল ইসলাম (৪২)। সে দুই কন্যা সন্তানের জনক এবং দীর্ঘদিন যাবত সানি এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের পিসি ক্যাডারে ওয়েল্ডিং মিস্ত্রি হিসেবে কাজ করে আসছে।

তার সহকর্মীরা জানান, আজ শনিবার (২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে প্রচন্ড তাপদাহে কারণে সে ড্রাম দিয়ে তৈরি পল্টন থেকে নদীতে গোসল করতে নামে।পরে গোসল শেষে আবার যখন পল্টনে উঠতে ছিল ঠিক তখনি বিদ্যুতায়িত হয়ে চিৎকার দিয়ে উঠে জহুরুল ইসলাম। পরে তাকে তার সহকর্মীরা উদ্ধার সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পরে বিষয়টি সরিষাবাড়ী থানা পুলিশকে অবগত করলে পুলিশ হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এবিষয়ে সরিষাবাড়ী থানার এসআই মাহামাদুল হাসান বলেন লাশটি হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় রাখা হয়েছে। তাদের ষ স্বজনের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ২১:৩২:৩৩   ১৯৪ বার পঠিত