সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩

সরিষাবাড়ীতে সার্বজনীন পেনশন অভিহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে সার্বজনীন পেনশন অভিহিতকরণ সভা অনুষ্ঠিত
সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩



সরিষাবাড়ীতে সার্বজনীন পেনশন অভিহিতকরণ সভা অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে সার্বজনীন পেনশন অভিহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(৪ সেপ্টেম্বর) বিকাল ৩টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার জেলী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদ্দাম হোসেন,থানার ওসি(তদন্ত) ফয়সাল আহমেদ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ,পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল সহ উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সুধীজনরা সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সার্বজনীন পেনশন বিষয়ে নানাদিক অভিহিত করেন এবং সোনালী ব্যাংকের মাধ্যমে পেনশন নিয়ন্ত্রিত হবে বলে জানান। এছাড়াও তিনি বলে ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ১৮ থেকে ৫০ বছর বয়সী যেকোনো বাংলাদেশি নাগরিক স্বেচ্ছায় এই পেনশন পেতে পারেন। ভবিষ্যতে এই পেনশন সবার জন্য বাধ্যতামূলক হবে। পেনশন পেতে হলে একজন নাগরিককে কমপক্ষে দশ বছরের জন্য অবদান রাখতে হবে, যার পরিমাণ তিনি নিজেই নির্দিষ্ট করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৫:৫২   ১৬৪ বার পঠিত