সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩

দেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিনামূল্যে প্রশিক্ষণ দিবে ভারতের মনিপাল হাসপাতাল

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিনামূল্যে প্রশিক্ষণ দিবে ভারতের মনিপাল হাসপাতাল
সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩



দেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিনামূল্যে প্রশিক্ষণ দিবে ভারতের মনিপাল হাসপাতাল

তরুণ বয়স থেকেই স্বাস্থ্যকর জীবনযাত্রাকে উৎসাহিত করতে এবং রোগ প্রতিরোধে জোর দেওয়ার জন্য বাংলাদেশের চিকিৎসক, নার্সিং সংশ্লিষ্ট ব্যক্তি, মিডিয়া কর্মী, নারী সংগঠন এবং বিভিন্ন শিল্প সংস্থার কর্মীদের চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ দিতে চায় ভারতের মনিপাল হাসপাতাল।
আজ সোমবার ঢাকা রিপোটার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘ভারতের মনিপাল হাসপাতাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, মনিপাল হাসপাতাল কিছু শিক্ষামূলক প্রোগ্রাম চালু করার উদ্যোগ নিয়েছে। এই প্রোগ্রামগুলির লক্ষ্য হল সকলের জন্য একটি স্বাস্থ্যকর এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সমাজের সর্বস্তরের মানুষকে প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা অর্জনে সাহায্য করা।
মনিপাল হসপিটাল আয়োজিত প্রশিক্ষণ কোর্সের উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে: ডিজিটাল রোবোটিক্স প্রোগ্রাম, সার্জারিতে রোবোটের ব্যবহার, অঙ্গ প্রতিস্থাপনে অগ্রগতি, সংক্রমণ নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রোটোকল, হাতের পরিচ্ছন্নতা সম্পর্কিত অভ্যাস, সুচের আঘাত থেকে প্রতিরোধ, বায়ো-মেডিকেল ওয়েস্ট (ইগড) প্রশিক্ষণ, ব্যারিয়ার নার্সিং টেকনিক, নিরাপদ ইনফিউশন সম্পর্কিত অনুশীলন, ডকুমেন্টেশনের ক্ষেত্রে সেরা অনুশীলন, চাপজনিত ঘা প্রতিরোধ।
প্রতিষ্ঠানটি জানায়, সচেতনতামূলক আলোচনা এবং কর্মশালা এতে অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্যকর জীবনযাপনের কৌশল, প্রবীণদের কার্ডিয়াক স্বাস্থ্যজনিত সমস্যার সমাধান, ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, মাথাব্যথা এবং উচ্চ রক্তচাপে করণীয়, ব্যক্তিগত ফিটনেস লেভেল পর্যবেক্ষণ, স্তন ক্যান্সার সচেতনতা এবং মহিলাদের স্বাস্থ্যের বিষয়গুলি।
মনিপাল হাসপাতালের আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা পরিষেবার এভিপি ভিকাস তায়েব বলেন, গত কয়েক বছর ধরে, আমরা রোগীদের আরও ভাল সেবা প্রদানের জন্য আমাদের চিকিৎসা পদ্ধতি উন্নত করার এবং প্রতিরোধমূলক অনুশীলনের উপর জোর দেওয়ার প্রয়োজনীয়তা অনুধাবন করেছি। স্বাস্থ্যসেবা খাতে প্রযুক্তির দ্রুত উন্নতি সাধন হচ্ছে, চিকিৎসকরা সাম্প্রতিক অগ্রগতির সাথে নিজেদের দক্ষ করে তুলছেন কিনা তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, বাংলাদেশের মিডিয়ার সঙ্গে একহয়ে আমরা বাংলাদেশের স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িতদের জন্য কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। যা বাংলাদেশের স্বাস্থ্য সেবাকে আরো সমৃদ্ধ করবে।
কর্মশালায় ভারতের মনিপাল হাসপাতালের আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা পরিষেবার আঞ্চলিক প্রধান রাম গোপাল বর্ধন, আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা পরিষেবার চিফ ম্যানেজার ডা. অরুণ চক্রবর্তী, ঢাকা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মায়নুল হাসান সোহেল, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি রাশেদ রাব্বি প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৩:০২   ২২৭ বার পঠিত