শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩

উন্নয়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: খাদ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » উন্নয়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: খাদ্যমন্ত্রী
শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩



উন্নয়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশকে উন্নত করতে হলে সব নাগরিককে এক কাতারে দাঁড়াতে হবে। সুষম উন্নয়ন বিবেচনায় নিয়েই সবার জন্য উন্নয়নের কর্মসূচি হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়নের ধারাবাহিকতা রাখতে জনগণ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

শনিবার নওগাঁর নিয়ামতপুরের ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশে এ কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার সবার জন্য সবার জন্য সমান সুযোগ-সুবিধা সৃষ্টি করে দিয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বীর মুক্তিযোদ্ধাদের সন্মানীভাতা দেওয়া হচ্ছে। তাদের বীর নিবাস করে দেওয়া হচ্ছে। বিধবাভাতা, বয়স্ক-ভাতা, প্রতিবন্ধীদের ভাতাসহ শিক্ষার্থীদের উপবৃত্তি ও বছরের প্রথম দিনে নতুন বই তুলে দিচ্ছে সরকার।

সাধন চন্দ্র মজুমদার বলেন, ফের আগুন সন্ত্রাসের পথে হাঁটছে বিএনপি। এ আগুন সন্ত্রাসীদের ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। ঢাকাসহ বিভিন্ন স্থানে মার্কেটে অগ্নিকাণ্ড ঘটছে। ঘটনাগুলো ঘটছে ভোর রাতে। এগুলো বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখতে হবে।

ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ওবায়দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব ও নওগাঁ জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২২:৪৬:৩৪   ১১০ বার পঠিত