মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন গাজী

প্রথম পাতা » ছবি গ্যালারী » উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন গাজী
মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩



উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন গাজী

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নেতৃ‌ত্বে বর্তমান সরকা‌রের আম‌লে দে‌শে এ‌কের পর এক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হ‌চ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশে শিক্ষা, স্বাস্থ্য, শতভাগ বিদ্যুৎ সংযোগ, রাস্তাঘাট নির্মাণ ও কৃষি খাতে ব্যাপক উন্নয়ন করেছে, মানুষ সু‌পেয় পানি পা‌চ্ছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপু‌রে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপ‌জেলার নোয়াপাড়া এলাকায় নোয়াপাড়া বাজার ঈদগা মাঠে ‘বাংলাদেশের ৩০টি পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প’ এর আওতায় তারাবো পৌরসভায় পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ উদ্বোধন ও বৃক্ষ‌রোপন কর্মসূ‌চি অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে মন্ত্রী এসব কথা বলেন।

গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে দেশে একের পর এক উন্নয়ন হচ্ছে। বাংলাদেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে হলে জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকে সবাইকে ভোট দিয়ে আবারও আওয়ামী লীগ‌কে ক্ষমতায় আন‌তে হ‌বে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী ম‌হিলা লী‌গের সভাপ‌তি ও তারা‌বো পৌরসভার মেয়র হা‌ছিনা গাজী।

তিনি বলেন, বাংলা‌দেশ অপ্রতিরোধ্য গতিতে উন্নয়নের রোল মডেলে পরিণত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছেন উন্নয়নের জাদুকর। তাঁর নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। সামনেও এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকারের বিকল্প নেই। স্বাধীনতা বিরোধীরা দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায়। রূপগ‌ঞ্জের তারা‌বোকে একটি পরিচ্ছন্ন-সর্বাধুনিক পৌরসভা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। তারাবো পৌরসভাকে সারাদেশের ম‌ধ্যে মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই।

তারা‌বো পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউ‌ন্সিলর মোহাম্মদ আনোয়ার হো‌সেন এর সঞ্চালনায় অনুষ্ঠা‌নে আরও উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য প্রকল্প অধিদপ্তরের অ‌তি‌রিক্ত প্রধান প্র‌কৌশলী মীর আব্দুস সাহিদ, তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকল্প অধিদপ্তরের উপ-প্রকল্প প‌রিচালক মাহমুদুর র‌শিদ মজুমদার, জনস্বাস্থ্য প্রকল্প অধিদপ্তরের নির্বাহী প্র‌কৌশলী মোহাম্মদ আল আমিন, তারাবো পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, উপ‌জেলা জনস্বাস্থ্য প্র‌কৌশলী আয়েশা খাতুন, উপ‌জেলা যুবলী‌গের সাধারন সম্পাদক মোস্তা‌ফিজুর রহমান শা‌হিন, তারা‌বো পৌরসভার কাউ‌ন্সিলর আমির হো‌সেন ভুঁইয়া, উপ‌জেলা ছাত্রলী‌গের ভারপ্রাপ্ত সভাপ‌তি তান‌জির আহ‌মেদ রিয়াজ সহ অনেকে।

বাংলাদেশ সময়: ২২:১২:৪০   ২০৯ বার পঠিত