রাষ্ট্রের সর্বোচ্চ আইন দ্বারা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার স্বীকৃত আছে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের সামনে উপজেলা সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত প্রতিবন্ধী ও অসহায় মানুষের মধ্যে গবাদিপশু ও টং দোকান বিতরণকালে এসব কথা বলেন তিনি। পরে গোয়াইনঘাট অফিসার্স ক্লাবের ভবন ও ক্যানটিন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
ইমরান আহমদ বলেন, সমাজে প্রতিবন্ধী ও অসহায়দের যথাযথ নেতৃত্ব গ্রহণের উপযোগী করতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে। সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। রাষ্ট্রের নাগরিক হিসেবে প্রতিবন্ধী অপ্রতিবন্ধীর মতো সমান অধিকার ভোগ করবে। এখানে রাষ্ট্রের সর্বোচ্চ আইন দ্বারা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার স্বীকৃত আছে। প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীনভাবে কাজ করার ব্যবস্থা গ্রহণ করেছে সরকার।
এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফিয়া বেগম, গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার ভূমি তানভীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫:৫৪:০৭ ১২০ বার পঠিত