রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

সরিষাবাড়ীতে বঙ্গবন্ধু স্মৃতি হাডুডু টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে বঙ্গবন্ধু স্মৃতি হাডুডু টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩



সরিষাবাড়ীতে বঙ্গবন্ধু স্মৃতি হাডুডু টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে বিশিষ্ট শিক্ষাবিদ ও জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ আব্দুল রশিদের সমর্থক গোষ্ঠীর আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জনপ্রিয় বঙ্গবন্ধু স্মৃতি হা-ডু-ডু ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মহাদান ইউনিয়নের সেংগুয়া স-মিল মোড় সংলগ্ন সাত গম্বুজ জামে মসজিদের সামনে মেইন রাস্তার পাশে এ হা-ডু-ডু ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা আ.লীগের সদস্য বাশিরুল ইসলাম সেলিমের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়াল ইনস্টিটিউট অফ বিজনেস এন্ড সাইন্স প্রতিষ্ঠানের পরিচালক ও উপজেলা আ.লীগের সম্মানিত সদস্য মোঃ হুমায়ুন কবির।

এ খেলাটি উদ্বোধন করেন মহাদান ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুল্লাহ আল-মামুন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের দপ্তর বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম মোহন, বাউসী কৃষি ব্যাংকের সিনিয়র কর্মকর্তা মোঃ দেলোযার হোসেন,বেলা ডিজাইন এন্ড কনস্ট্রাকশনের ম্যানেজিং ডিরেক্টর হাসানুল রহমান পিন্টু, যুবলীগ নেতা আল-আমিন সহ অবসরপ্রাপ্ত চাকুরিজীবী মঞ্জুরুল ইসলাম।

খেলা শেষে বিজয়ীদের সহ উভয় দলের সকল খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন পিন্সিপাল আব্দুর রশিদ সমর্থক গোষ্ঠীর আয়োজক কমিটির অতিথিরা। এ খেলাটি দেখতে আশপাশের বিভিন্ন গ্রাম হতে শত শত ছোট-বড় নারী-পুরুষ ছুটে এবং ভীড় জমিয়ে খেলাটি উপভোগ করেন।

বাংলাদেশ সময়: ২২:১৩:৪৪   ১৬১ বার পঠিত