সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

হাওড়ার মতুয়া সংঘ ও হিন্দু-মুসলিম মিলনমেলা

প্রথম পাতা » আন্তর্জাতিক » হাওড়ার মতুয়া সংঘ ও হিন্দু-মুসলিম মিলনমেলা
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩



হাওড়ার মতুয়া সংঘ ও হিন্দু-মুসলিম মিলনমেলা

দেশ ভাগের যন্ত্রণা নিয়ে বাংলাদেশের ফরিদপুর জেলার ওড়াকান্দি গ্রাম থেকে উদ্বাস্তু হয়ে বহু মানুষ পশ্চিমবঙ্গের হাওড়া জেলার গঙ্গারামপুর এর কৈজুরীতে এসে বসবাস শুরু করে।

আজও যারা উদ্বাস্তু কিন্তু ওপার বাংলার (বাংলাদেশ) আবেগ ভালোবাসা ওড়াকান্দি গ্রামের স্মৃতি, তাদের ধর্ম গুরুর সেই ভাবধারা আদর্শকে নিয়ে তারা বসবাস করছে ১৯৫৫ সাল থেকে। মতুয়া সংঘের মানুষরা তাদের ধর্ম গুরুকে এই অঞ্চলে প্রতিষ্ঠা দেওয়ার জন্য গঙ্গারামপুরের মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের পাশে দাঁড়িয়েছেন এই মন্দির গড়ে তোলার ব্যাপারে।

হাওড়ার মতুয়া সংঘ ও হিন্দু-মুসলিম মিলনমেলা

হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ গড়ে তুলেছেন শ্রীমৎ অশ্বিনী মতুয়া সেবা সংঘ নামক একটি মন্দির। যে মন্দিরে পুজিত হোন হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর। এখানকার মতুয়া সংঘের মানুষরা সম্মিলিতভাবে স্বেচ্ছাসেবী সংগঠন ওয়ার্ল্ড ম্যাক্স ভিউ ফাউন্ডেশনকে সঙ্গে নিয়ে বিনা ব্যয়ে একটি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করে।

যেখানে হিন্দু মুসলিম সম্প্রদায়ের প্রায় পাঁচ শতাধিক মানুষ বিনা ব্যয়ে চোখ পরীক্ষার সুযোগ পান।

বাংলাদেশ সময়: ১২:৫৬:৫১   ৯৩ বার পঠিত