সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

ভিসা নীতির কারণে পুলিশে ইমেজ সংকট হবে না: আইজিপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভিসা নীতির কারণে পুলিশে ইমেজ সংকট হবে না: আইজিপি
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩



ভিসা নীতির কারণে পুলিশে ইমেজ সংকট হবে না: আইজিপি

যুক্তরাষ্ট্রের ভিসা নীতির কারণে পুলিশ বাহিনী কোন ধরনের ইমেজ সংকটে পড়বে না বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল-মামুন।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বিভিন্ন সংঘাতের সময় অবৈধ অস্ত্র প্রদর্শন হয় কিন্তু সেগুলো উদ্ধারে পুলিশের তেমন তৎপরতা দেখা যায় না, জাতীয় নির্বাচনে এসব অস্ত্র প্রভাব ফেলবে কিনা- এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, কারো কাছে অবৈধ অস্ত্র থাকলে এবং প্রদর্শিত হলে সর্বোচ্চ চেষ্টা দিয়ে পুলিশ কাজ করে। জাতীয় নির্বাচনের সময় আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।

তিনি আরও বলেন, অস্ত্র উদ্ধারের অভিযান যথাসময়ে হবে কিন্তু কৌশলগত কারণে আমি এটি বলতে চাচ্ছি না।

বাংলাদেশ সময়: ১৫:৫১:৫৫   ৮৯ বার পঠিত