আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি নিজেদের কবর নিজেরাই খুঁড়ছে। তিনি বলেন, বিএনপি যে কবরে পা দিয়েছিল, তারা সেখান থেকে এখনও উঠতে পারেনি। টানা ১৪ বছর ধরে আন্দোলনের নামে হরতাল, সন্ত্রাসসহ দেশকে অস্থিতিশীল করছে বিএনপি।
আজ মঙ্গলবার টাঙ্গাইলের মধুপুর উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি-জামায়াতের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে। বিএনপি যে ভয় দেখাচ্ছে এই ভয় যেন আমাদের আক্রমণ ও গ্রাস না করতে পারে। রাজপথে থেকে আগামীতেও তাদের প্রতিহত করা হবে।
ড. আব্দুর রাজ্জাক বলেন, আন্দোলন করে কোনো দিনই আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না। উল্টো ব্যর্থ হয়ে চূড়ান্ত পর্যায়ে বিএনপির বিপর্যয় হবে। নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে তা দমনে আগের তুলনায় আইন প্রয়োগকারী সংস্থার সক্ষমতা বেড়েছে। তিনি বলেন, শুভ বুদ্ধির পরিচয় দিয়ে জন রায় নিতে নির্বাচনে আসুন। সংবিধানের বাইরে নির্বাচনের কোনো সুযোগ নেই।
কৃষিমন্ত্রী আরও বলেন, জাতীয় নির্বাচনের জন্য নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে হবে। পাশাপাশি আন্দোলনের জন্যও রাজপথে থাকতে হবে। এভাবেই নির্বাচনের প্রস্তুতিও চলবে। নির্বাচনের প্রস্তুতির জন্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ মানুষের ঘরে ঘরে গিয়ে তুলে ধরা হবে। সাথে সাথে বিএনপির ষড়যন্ত্র, হুমকি বিদেশীদের দিয়ে ষড়যন্ত্র সব কিছুতে মোকাবেলা করতে হবে। আমেরিকা, লন্ডন আওয়ামী লীগের শক্তির উৎস না।
এ সময় কৃষিমন্ত্রী আরও বলেন, কৃষি দেশের সার্বিক উন্নয়নে ও কৃষকের উন্নত জীবনমানের হাতিয়ারে পরিণত হবে। কৃষিকাজ করে কৃষক শুধু খেয়ে-পরে আর গামছা-লুঙ্গি পরে কোনোরকম বেঁচে থাকবে- সেটি হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কৃষিকে আধুনিক ও লাভজনক করতে কাজ করে যাচ্ছে। পেঁয়াজ-আলু ও ডিমের দাম বেশি থাকার বিষয়ে মন্ত্রী বলেন, এসব পণ্যের দাম বৃদ্ধি সাময়িক। দ্রুতই দাম কমে আসবে।
মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বাপ্পু সিদ্দিকী, সদস্য খন্দকার আব্দুল গফুর মন্টু, ডা. মীর ফরহাদুল আলম মনি, মধুপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সাদিক, মধুপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯:০৮:৫৫ ১২৮ বার পঠিত