আগামী ১০ অক্টোবর উদ্বোধন হতে যাচ্ছে ভাঙ্গা-মাওয়া-ঢাকা রেলওয়ে। বহুল কাঙ্খিত পদ্মা সেতু রেল প্রকল্পে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মাণ কাজ করেন চাইনিজ ও বাংলাদেশি কর্মকর্তা-শ্রমিকরা। দীর্ঘদিন এক সাথে কাজ করতে গিয়ে চাইনিজ ও বাংলাদেশিদের মাঝে তৈরী হয়েছে ঘনিষ্ঠতা। এই বন্ধন আরও দৃঢ় করতে প্রকল্পে কর্মরত চাইনিজ ও বাংলাদেশিদের নিয়ে মাদারীপুরের শিবচরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
চাইনিজ ও বাংলাদেশিদের মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয় শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে। খেলা দেখতে ঐতিহ্যবাহী হাতির বাগান মাঠে ভীড় করেন দর্শকরা।
খেলায় চাইনিজ দলকে ৩-২ গোলে হারায় বাংলাদেশের কর্মকর্তা-শ্রমিক দল। খেলা শেষে দুই দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন সিআরইসি প্রকল্প পরিচালক মিস্টার শী ইয়ান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে বিভাগের প্রকল্প পরিচালক আফজাল হোসেন, মাওয়া-ভাঙ্গা রেলওয়ের প্রকল্পের প্রকল্প পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল সাঈদ আহমেদসহ অন্যরা।
আয়োজকরা মনে করেন, এই খেলা একদিকে দুটি দেশের সুস্পর্ক বজায় রাখবে। অন্যদিকে কর্মস্থলের স্মৃতি হিসেবে স্মরণীয় হয়ে থাকবে কর্মকর্তা ও শ্রমিকদের মনে।
বাংলাদেশ সময়: ১২:৪৪:০৫ ১৬০ বার পঠিত