রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে এসেছে রাশিয়ান জাহাজ ‘এমভি ইয়ামাল অরলান’। মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে বাণিজ্যিক জাহাজটি মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে।
জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট ইন্টারপোর্ট শিপিং এজেন্সি লিমিটেড খুলনার ম্যানেজার অসিম সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
অসিম সাহা জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ৬৬৮টি প্যাকেজে ২ হাজার ১২১ দশমিক ৩৭ মেট্রিক টন মালামাল নিয়ে মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করেছে বাণিজ্যিক জাহাজটি। এর আগে গত ৩১ আগস্ট রাশিয়ার পিটার্সবার্গ বন্দর থেকে জাহাজটি বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে আসে।
আমদানি করা এসব মালামাল বন্দর জেটিতে খালাস করে সড়ক পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে।
এর আগে ১১ জুলাই এমভি মার্গারেট, ২ জুলাই এমভি লিবার্টি হারভেস্ট, ২৯ মে এমভি আনকা স্কাই, ৬ মে এমভি আনকা সান ও ২৫ এপ্রিল এমভি ইয়ামাল অরলান সরাসরি রাশিয়া থেকে বিদ্যুৎকেন্দ্রটির মালামাল নিয়ে আসে মোংলা বন্দরে।
বাংলাদেশ সময়: ১৫:৫০:২৬ ১২৬ বার পঠিত