আবারও উত্তপ্ত রাশিয়া ও যুক্তরাষ্ট্র সম্পর্ক। এবার পাল্টা জবাব দিতে রাশিয়ার দুজন কূটনীতিককে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। মস্কো দুজন মার্কিন কূটনীতিককে বহিষ্কারের কয়েক সপ্তাহ পর এ ঘোষণা দিল আমেরিকা।
শুক্রবার (৬ অক্টোবর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক কনস্যুলারের এক কর্মীর সঙ্গে যোগাযোগ করার জন্য যুক্তরাষ্ট্রের দুজন কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। যদিও যুক্তরাষ্ট্র এই অভিযোগকে ভিত্তিহীন বলেছে। মস্কোর এই পদক্ষেপের কয়েক সপ্তাহ পর এবার দুই রুশ কূটনীতিককে বহিষ্কার করল আমেরিকা।
বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘রাশিয়ার সরকার আমাদের কূটনীতিকদের যেভাবে হয়রানি করেছে তা স্টেট ডিপার্টমেন্ট মেনে নেবে না।’
অজ্ঞাত এই দুই রুশ কূটনীতিককে আমেরিকা ছাড়ার জন্য সাতদিন সময় দেয়া হয়েছে। অন্যদিকে রাশিয়ায় নিযুক্ত মার্কিন কূটনীতিক জেফারি সিলিন ও ডেভিড বার্নস্টেইনকে দেশটি ছাড়ার জন্য এক সপ্তাহ সময় দিয়েছিল রুশ সরকার।
গত মাসে মার্কিন রাষ্ট্রদূত লিন ট্রেসিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে জানানো হয়েছিল, মার্কিন দুই কূটনীতিক - জেফরি সিলিন এবং ডেভিড বার্নস্টেইনকে ‘পার্সোনা নন গ্রাটা’ হিসাবে ঘোষণা করা হয়েছে; যার অর্থ তাদের এক সপ্তাহের মধ্যে দেশ ত্যাগ করতে হবে।
বাংলাদেশ সময়: ৯:৫৮:৩৮ ১৩২ বার পঠিত