শনিবার, ৭ অক্টোবর ২০২৩

সাকিব-মিরাজের দুর্দান্ত বোলিংয়ে আফগানদের ১৫৬-তেই আটকে দিল বাংলাদেশ

প্রথম পাতা » আন্তর্জাতিক » সাকিব-মিরাজের দুর্দান্ত বোলিংয়ে আফগানদের ১৫৬-তেই আটকে দিল বাংলাদেশ
শনিবার, ৭ অক্টোবর ২০২৩



সাকিব-মিরাজের দুর্দান্ত বোলিংয়ে আফগানদের ১৫৬-তেই আটকে দিল বাংলাদেশ

সাকিব আল হাসান ও মেহেদী হাসানের ঘূর্ণিতে কুপোকাত আফগানিস্তান। ১৫৬ রানে অলআউট হয়েছে তারা। সাকিব ও মিরাজ দুজনই নিয়েছেন তিনটি করে উইকেট।

শনিবার (৭ অক্টোবর) আফগানদের উদ্বোধনী জুটি ভাঙতে বেগ পেতে হয় টাইগারদের। অবশেষে ব্রেকথ্রু এনে দেন সাকিব আল হাসান। নিজের কোটার দ্বিতীয় ওভারে বল করতে এসেই নজিবুল্লাহ জাদরানের উইকেট তুলে নেন সাকিব। তানজিদ তামিমের হতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে ২২ রান করেন জাদরান।

এরপর রহমত শাহকে নিয়ে রানের চাকা ঘুরাচ্ছিলেন রহমানউল্লাহ গুরবাজ। তাদের ৩৬ রানের জুটিও ভাঙেন সাকিব। উড়িয়ে মারতে গিয়ে ক্রিজের ভেতরই লিটন দাসকে ক্যাচ দেন রহমত। ২৫ বলে ১৮ রান করেন আফগান ব্যাটার।

হাশমতউল্লাহ শহীদিকে ফেরান মেহেদী হাসান মিরাজ। বাউন্ডারি হাঁকাতে গিয়ে তাওহীদ ‍হৃদয়ের হাতে ক্যাচ দেন আফগান অধিনায়ক। ৩৮ বলে ১৮ রান করেন তিনি।

এরপর আফগান শিবিরে আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। তার শিকারে পরিণত হয়ে মাঠ ছাড়েন রীতিমতো বিপজ্জনক হয়ে উঠা রহমানউল্লাহ গুরবাজ।

দলীয় ২৯তম ওভারে নিজের ষষ্ঠ ওভার করতে আসেন সাকিব। ওই ওভারে সরাসরি নাজিবউল্লাহ জাদরানের স্টাম্প ভেঙে দেন তিনি। ৫ রানে বিদায় নেন আফগান ব্যাটার। তাসকিনের ব্যক্তিগত পঞ্চম ওভারে সরাসরি বোল্ড হন মোহাম্মদ নবি। ১২ বলে ৬ রান করেন আফগান অলরাউন্ডার। রশিদ খান ফেরেন ৯ রান করে।

তবে কার্যকরী ইনিংস খেলেন আজমতউল্লাহ। ২০ বলে ২২ রান করে শরিফুল ইসলামের বলে ইনসাইড এজ হয়ে মাঠ ছাড়েন। তখন আফগানদের দলীয় রান ১৫৬। স্কোর বোর্ডে রানসংখ্যা স্থির থাকতেই মুজিবকে ফেরান মিরাজ। তিনি নেন রশিদের উইকেটও। নাভিন উল হক ও ফজলহক ফারুকী রানের খাতাই খুলতে পারেননি।

বাংলাদেশ সময়: ১৪:১৬:১৭   ১১৯ বার পঠিত