রবিবার, ৮ অক্টোবর ২০২৩

ফিলিস্তিনিদের মুক্ত করতে যথেষ্ট ইসরায়েলিকে বন্দি করেছি : হামাস

প্রথম পাতা » আন্তর্জাতিক » ফিলিস্তিনিদের মুক্ত করতে যথেষ্ট ইসরায়েলিকে বন্দি করেছি : হামাস
রবিবার, ৮ অক্টোবর ২০২৩



ফিলিস্তিনিদের মুক্ত করতে যথেষ্ট ইসরায়েলিকে বন্দি করেছি : হামাস

জেরুসালেমে আটক সব ফিলিস্তিনিদের মুক্ত করার মতো যথেষ্ট ইসরায়েলিকে বন্দি করা হয়েছে বলে দাবি করেছেন হামাসের ডেপুটি চিফ সালেহ আল-আরৌরি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন।

হামাস নেতা সালেহ আল-আরৌরি বলেন, আমরা বহু ইসরায়েলিকে হত্যা করেছি এবং বন্দি করেছি। আমাদের লড়াই এখনও চলমান।

তিনি বলেন, ইসরায়েলের কারাগারে আটক বন্দিরা খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে। আমাদের হাতে যত সংখ্যক ইসরায়েলি আটক আছে, তাতে সবাইকে মুক্ত করে আনা যাবে। লড়াই যত দীর্ঘস্থায়ী হবে আমাদের মুক্তি পেতে যাওয়া বন্দির সংখ্যা ততই বাড়বে।

আটক ইসরায়েলিদের মধ্যে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাও রয়েছেন বলে জানান হামাস নেতা। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করেননি তিনি।

উল্লেখ্য, শনিবার সকালে ইসরাইলকে লক্ষ্য করে কয়েক হাজার রকেট হামলা চালায় হামাস। একই সঙ্গে ইসরাইলের ভেতরে ঢুকেও হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। এর জবাবে গাজায় পাল্টা হামলা চালায় ইসরাইল। এখনও দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা চলছে। চলমান এই সংঘাতে এখন পর্যন্ত ৫৩২ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ৩ হাজারের বেশি মানুষ।

বাংলাদেশ সময়: ১৫:১৫:৫১   ১০৭ বার পঠিত