রবিবার, ৮ অক্টোবর ২০২৩

শতাধিক ইসরাইলিকে বন্দি করেছে হামাস

প্রথম পাতা » আন্তর্জাতিক » শতাধিক ইসরাইলিকে বন্দি করেছে হামাস
রবিবার, ৮ অক্টোবর ২০২৩



শতাধিক ইসরাইলিকে বন্দি করেছে হামাস

ইসরাইলের ১০০ জন সেনা ও বেসামরিক নাগরিককে বন্দি করেছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। মাইক্রো ব্লগিং সাইট এক্সের ( সাবেক টুইটার) এক পোস্টে মার্কিন যুক্তরাষ্ট্রকে এই তথ্য জানিয়েছে ইসরাইলি দূতাবাস।

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ইসরাইলি দূতাবাস এক্স পোস্টে লিখেছেন, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ১০০ জন ইসরাইলিকে বন্দি করেছে। তাদের মধ্যে সেনাসদস্য ও বেসামরিক নাগরিক রয়েছে।

এছাড়াও পোস্টে আরও লেখা হয়েছে, হামাসের হামলায় এখন পর্যন্ত ৩০০ জন ইসরাইলি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন অন্তত ১৮০০ জন।

তবে ইসরাইলি কর্তৃপক্ষ এই সংখ্যা এখনও নিশ্চিত করেননি।

এদিকে জিম্মি করা ইসরাইলিদের বিনিময়ে দেশটির কারাগারে বন্দি ফিলিস্তিনিদের ছাড়িয়ে আনার পরিকল্পনার কথা জানিয়েছেন হামাসের এক শীর্ষ নেতা। তিনি বলেছেন, তারা এই অতর্কিত হামলায় যথেষ্ট পরিমাণ ইসরাইলি সেনাকে বন্দি করেছেন, যা ইসরাইলে বন্দি সব ফিলিস্তিনিকে মুক্ত করতে যথেষ্ট।

হামাসের পলিটিক্যাল ব্যুরোর উপ-প্রধান সালেহ আল-আরোরি বলেছেন, ‘আমরা বহু ইসরাইলি সেনাদের হত্যা ও বন্দি করেছি। যুদ্ধ চলবে।’

তিনি আরও বলে, ‘ফিলিস্তিনি বন্দিরা ইসরাইলের কারাগারে আছে। আমাদের কাছে যে পরিমাণ ইসরাইলি সেনা বন্দি আছে তার বিনিময়ে তারা আমাদের সব সেনাদের ছেড়ে দিক। যুদ্ধ যত বাড়বে বন্দির সংখ্যা আরও বেশি হবে।’ তবে কতজন ইসরাইলিকে বন্দি করেছেন এ বিষয়ে কোনো তথ্য জানাননি তিনি।

কারবান্দিদের অধিকার নিয়ে কাজ করা এনজিও অ্যাডামিরার তথ্যানুসারে, ইসরাইলের জেলে ৫ হাজার ২০০ জন ফিলিস্তিনি বন্দি আছেন। তাদের মধ্যে ৩৩ জন নারী এবং ১৭০ জন শিশু।

শনিবার ( ৭ অক্টোবর) ইসরাইলে আতর্কিত রকেট হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে এখন পর্যন্ত ৩০০ জন নিহত হয়েছেন।

অন্যদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরাইলের হামলায় ২৫৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২০ জন শিশু রয়েছে। এছাড়াও আহত হয়েছেন অন্তত ১৮০০ জন, যাদের মধ্যে ১২০ জন শিশু।

বাংলাদেশ সময়: ১৫:২০:৪২   ৮৫ বার পঠিত