রবিবার, ৮ অক্টোবর ২০২৩

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২১তম বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২১তম বৈঠক
রবিবার, ৮ অক্টোবর ২০২৩



শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২১তম বৈঠক

ঢাকা, ০৮ অক্টোবর ২০২৩ : একাদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২১তম বৈঠক কমিটির সভাপতি সাগুপতা ইয়াসমিন এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটি সদস্য ও শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ফজলে হোসেন বাদশা, এম এ মতিন, গোলাম কিবরিয়া টিপু এবং মোঃ মহিউদ্দিন বাচ্চু অংশগ্রহণ করেন।

বৈঠকের শুরুতে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এ.কে.এম শাহজাহান কামাল এমপির মৃত্যুতে কমিটির পক্ষ হতে শোক প্রকাশ এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করা হয়।

বৈঠকে ২০তম বৈঠকের সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন অগ্রগতি, “বঙ্গবন্ধু শেখ মুজিব শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় বিল, ২০২৩” এবং “ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় বিল, ২০২৩” সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

কমিটি “বঙ্গবন্ধু শেখ মুজিব শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় বিল, ২০২৩” এবং “ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় বিল, ২০২৩” প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিমার্জন ও পরিবর্ধন করে জাতীয় সংসদে পাশের জন্য উত্থাপনের সুপারিশ করে।

বৈঠকে কারিগরী ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:০২:২৭   ১১৫ বার পঠিত