সরিষাবাড়ী প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরন কর্মশালা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
রোববার(৮ অক্টোবর)দিনব্যাপী উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সংলগ্ন তৃণমূল প্রশিক্ষণ কার্যালয়ে এ কর্মশালা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এতে জামালপুর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা হেনার সভাপতিত্বে এবং সরিষাবাড়ী তৃণমূল প্রশিক্ষণ প্রকল্পের কর্মকর্তা মোঃ শাহরিয়ার সাদ্দাম এর পরিচালনায় জেলা কর্মকর্তা আসলাম উদ্দিন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন ও তথ্য আপা সাদিকুন্নাহার শিপু বক্তব্য রাখেন। এসময় প্রশিক্ষনারী ও উদ্যোক্তারা উপস্থিত ছিল।
অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ে পিছিয়ে পড়া নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এবং নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি,আত্ম-নির্ভরশীলতা অর্জনে উদ্ধব্ধু ও সহায়তা প্রদানের পাশাপাশি নারী সমাজকে মানব সম্পদে পরিণত করতে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
অনুষ্ঠানে ১০৫০ জন শিক্ষার্থী বিভিন্ন ট্রেড প্রশিক্ষণ গ্রহণ করার পর তাদের কাজের মূল্যায়ন করতে এ পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৫:২২:৩৯ ২০১ বার পঠিত