বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩

জনগণ সঙ্গে আছে, কোনো ষড়যন্ত্রই সফল হবে না: কৃষিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » জনগণ সঙ্গে আছে, কোনো ষড়যন্ত্রই সফল হবে না: কৃষিমন্ত্রী
বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩



জনগণ সঙ্গে আছে, কোনো ষড়যন্ত্রই সফল হবে না: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশীয় ও আন্তর্জাতিক সব ষড়যন্ত্র মোকাবিলায় মূল শক্তি হলো জনগণ। জনগণ সবসময় আওয়ামী লীগের সঙ্গে ছিল, আছে। কাজেই, আন্তর্জাতিক ও দেশীয় ষড়যন্ত্র কোনোক্রমেই সফল হবে না। অতীতেও হয়নি, আর ভবিষ্যতেও সফল হবে না।

তিনি আরো বলেন, ষড়যন্ত্রে আওয়ামী লীগের সাময়িক বিপর্যয় হয়তো হয়েছে, কিন্তু জনগণকে নিয়ে চূড়ান্ত পর্যায়ে আমরাই বিজয়ী হয়েছি।

বৃহস্পতিবার টাঙ্গাইল সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বিদেশিরাও মর্মে মর্মে উপলব্ধি করে যে, আওয়ামী লীগকে ষড়যন্ত্র করে সাময়িকভাবে ক্ষমতাচ্যুত করা যাবে। কিন্তু একটা পর্যায়ে এর জন্য চরম মূল্য দিতে হবে। তারা জানে, আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারে। এই শক্তি আওয়ামী লীগের আছে।

তিনি বলেন, দেশের ভিতর সামরিক বাহিনী, অপশক্তি, অসাংবিধানিক শক্তিসহ যারা বিভিন্ন সময়ে ষড়যন্ত্র করেছে, তারাও জানে তাদেরকে এর জন্য চরম মূল্য দিতে হয়েছে। ’৭৫ এর ঘাতকদের বিচার হয়েছে। ১/১১ ঘটনায় জড়িতদেরও চরম মূল্য দিতে হয়েছে। জনগণের চাপে নির্বাচনের আয়োজন করতে বাধ্য হয়েছিল তৎকালীন সামরিক সরকার।

কৃষিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের শক্তি হলো দেশের জনগণ। জনগণ আমাদের সঙ্গে আছে। আমাদের নেতাকর্মীরা সংগঠিত ও ঐক্যবদ্ধ থাকলে কেউ ষড়যন্ত্র করে সফল হবে না।

অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামসুল হক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের সঞ্চালনায় আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, কেন্দ্রীয় সদস্য তারানা হালিম, স্থানীয় সংসদ সদস্যবৃন্দ ও নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

পরে বিকেলে কৃষিমন্ত্রী টাঙ্গাইলের সদর উপজেলার বাগবাড়ী চৌবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় যোগ দেন।

বাংলাদেশ সময়: ২১:৪৬:৩৫   ১৪৯ বার পঠিত