বুধবার, ১৮ অক্টোবর ২০২৩

জওয়ান-এর রেকর্ড ভাঙল বিজয়ের ‘লিও’

প্রথম পাতা » ছবি গ্যালারী » জওয়ান-এর রেকর্ড ভাঙল বিজয়ের ‘লিও’
বুধবার, ১৮ অক্টোবর ২০২৩



জওয়ান-এর রেকর্ড ভাঙল বিজয়ের ‘লিও’

মুক্তির আগেই ঝড় তুললো তামিল ইন্ডাস্ট্রির অন্যতম সফল নায়ক থালাপতি বিজয়ের নতুন সিনেমা ‘লিও’। বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জওয়ান’কে পেছনে ফেলে ইতোমধ্যেই কিছু রেকর্ড নিজের করে ফেলেছে সিনেমাটি।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) মুক্তি পেতে যাচ্ছে লোকেশ কঙ্গরাজ পরিচালিত ‘লিও’ ছবিটি। ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্রেও সিনেমাটির প্রিমিয়ার শো’র ব্যবস্থা করা হয়েছে। যেখানে একযোগে ১৭৫৫টি স্ক্রিনে প্রদর্শিত হবে ‘লিও’। সে তুলনায় ‘জওয়ান’ প্রদর্শিত হয়েছিল ১৬০০ স্ক্রিনে। ফলে ভারতের বাইরে শুরুতেই শাহরুখের জওয়ানকে পেছনে ফেলল বিজয়ের লিও।

অন্যদিকে সিনেমাটি অগ্রিম টিকেট বিক্রিতেও সকল রেকর্ড ছাড়িয়ে যাওয়ার পথে। ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক বলছে, মুক্তির প্রথম দুইদিনের অগ্রিম টিকেট বিক্রি বাবদ শুধুমাত্র ভারতেই ‘লিও’ ছবিটি আয় করেছে ৭০ কোটি রুপি! যার ভেতর প্রথম দিনের শোয়ের প্রায় ১৮ লক্ষ টিকেট বিক্রি বাবদ ৩৪ কোটি রুপি আয় করেছে ছবিটি। যা ইতোমধ্যেই তামিল সিনেমার ইতিহাসে সর্বোচ্চ অগ্রিম টিকিট বিক্রির রেকর্ড!

এর আগে রজনীকান্তের সুপারহিট সিনেমা ‘জেলার’র দখলে ছিল এই রেকর্ড। ছবিটির অগ্রিম টিকিট বিক্রির পরিমাণ ছিল সাড়ে ১৮ কোটি রুপি। সেই রেকর্ডও ভেঙে দিলো আসন্ন ‘লিও’।

অন্যদিকে ভারতজুড়ে মুক্তির প্রথম দিনের অগ্রিম টিকেট বিক্রি বাবদ ‘পাঠান’ এর আয় ছিল ৩২ কোটি ৪৩ লাখ রুপি। যেদিক থেকে এগিয়ে ‘লিও’। তবে ‘জওয়ান’র (৪১ কোটি রুপি) অগ্রিম আয়কে এখনও ছুঁতে পারেনি ‘লিও’। বিশ্লেষকরা মনে করছেন, সেই মাইলফলকও হয়তো ছুঁয়ে ফেলবে সিনেমাটি।

পরিচালক লোকেশ কঙ্গরাজের ‘লোকেশ সিনেমাটিক ইউনিভার্স’-এর তৃতীয় কিস্তি ‘লিও’। ফলে অনেকেই মনে করছেন ইউনিভার্সের আগের দুই সিনেমা ‘কাইথি’ ও ‘বিক্রম’-এর অনেক চরিত্র ‘লিও’ সিনেমায় দেখা যাবে। ৩০০ কোটি বাজেটের সিনেমাটিতে বিজয় ছাড়াও অভিনয় করছেন তৃষা কৃষ্ণান, সঞ্জয় দত্ত, প্রিয়া আনন্দ, গৌতম মেনন, অর্জুনের মতো তারকা।

বাংলাদেশ সময়: ১৬:৪৬:৪৩   ১৫৬ বার পঠিত