বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩

ফিফা র‌্যাঙ্কিংয়ে ৬ ধাপ উন্নতি হচ্ছে বাংলাদেশের

প্রথম পাতা » খেলাধুলা » ফিফা র‌্যাঙ্কিংয়ে ৬ ধাপ উন্নতি হচ্ছে বাংলাদেশের
বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩



ফিফা র‌্যাঙ্কিংয়ে ৬ ধাপ উন্নতি হচ্ছে বাংলাদেশের

মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপের বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে পা রেখেছে বাংলাদেশ। কিংস অ্যারেনায় গত মঙ্গলবার (১৭ অক্টোবর) বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডের দ্বিতীয় লেগে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছে স্বাগতিকরা। এই জয়ে বাছাইয়ের দ্বিতীয় পর্বে ‘আই’ গ্রুপে খেলবে বাংলাদেশ। মালদ্বীপের বিপক্ষে জয়ে ফিফা র‍্যাঙ্কিংয়েও সুখবর পেতে যাচ্ছে লাল-সবুজের দলটি।

আগামী মাসেই দ্বিতীয় রাউন্ডের খেলা মাঠে গড়াবে। বাংলাদেশ দ্বিতীয় পর্বের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবানন। প্রথম ম্যাচ বাংলাদেশ খেলবে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে, সেটাও অ্যাওয়ে মাঠে। তবে তার আগেই র‍্যাঙ্কিংয়ে সুখবর পাবে তারা।

অক্টোবরে ফিফা তাদের র‌্যাঙ্কিং আপডেট করলে বাংলাদেশ ছয় ধাপ এগিয়ে ১৮৩তম অবস্থানে জায়গা পাবে। ফিফা র‌্যাঙ্কিং ক্যালকুলেটর দিয়েছে এই হিসাব। সেপ্টেম্বরের ফিফা র‌্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের বর্তমান অবস্থান ১৮৯তম স্থানে।

মালদ্বীপের বিপক্ষে জয় পাওয়ায় বাংলাদেশের পয়েন্ট গিয়ে দাঁড়াবে ৯১২.৬০ অর্থাৎ ১৮.৩৭ পয়েন্ট বাড়বে। যে কারণে ছয় ধাপ উন্নতি হবে বাংলাদেশ দলের।

এদিকে বাংলাদেশ দ্বিতীয় পর্বে নিজেদের প্রথম ম্যাচই খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। আগামী ১৬ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে লাল-সবুজের দল। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ লেবাননের বিপক্ষে। ঘরের মাঠে ২১ নভেম্বর খেলবে বাংলাদেশ। তবে সেই ম্যাচটি কোন ভেন্যুতে হবে তা এখনও ঠিক হয়নি।

বাংলাদেশ সময়: ১১:৩৭:৪১   ৯৮ বার পঠিত