বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩

‘শেখ হাসিনা ছাড়া মার্কিন প্রেসিডেন্ট আর কারও সঙ্গে ছবি তোলেননি’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘শেখ হাসিনা ছাড়া মার্কিন প্রেসিডেন্ট আর কারও সঙ্গে ছবি তোলেননি’
বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩



‘শেখ হাসিনা ছাড়া মার্কিন প্রেসিডেন্ট আর কারও সঙ্গে ছবি তোলেননি’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তো শেখ হাসিনা ছাড়া আর কারও সঙ্গে ছবি তোলেননি। জি-২০-তে ছবি তোলেন (শেখ হাসিনার সঙ্গে), নিউইয়র্কেও তোলেন।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে আয়োজিত ১৫০ সেতু উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিশ্ব নেতারা শেখ হাসিনার সঙ্গে ছবি তোলেন। তাকে সবাই অনেক সম্মান করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ব্রিটেনের প্রধানমন্ত্রী কী বডি ল্যাঙ্গুয়েজে সম্মান করে, এটা কি তারা দেখে না?

সেতুমন্ত্রী বলেন, ১৫ বছর আগের বাংলাদেশের দিকে তাকান। ১৫ বছরে বাংলাদেশের যে রূপান্তর, তা বিশ্বের বিস্ময়। এই রূপান্তরের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ দেশকে রক্ষা করতে চাইলে, দেশকে ভালোবাসলে শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনা (ক্ষমতায়) না এলে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে, গণতন্ত্র থাকবে না। শান্তির পথে, প্রগতির পথে, উন্নয়নের পথে আসুন।

বিএনপির উদ্দেশে কাদের বলেন, প্রধানমন্ত্রী কোন দুঃখে পদত্যাগ করবেন? তত্ত্বাবধায়ককে আর ডাকবেন না। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আজিমপুরের গোরস্থানে চিরনিদ্রায় শায়িত আছে। বিএনপি যে পথে চলছে, সেই পথ ভুল পথ।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যের ‘এবারের লড়াই অনেক ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই’ জবাবে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে এসে ফখরুল সাহেবকে উৎসাহ দেবেন কে? সরকারের পতন হয়, বিরোধী দলের পতন কি হয় না?

বাংলাদেশ সময়: ১৬:৫৮:৪২   ১১৬ বার পঠিত