চক্রের মূলহোতা সাবেক এক যুগ্ম সচিবের ছেলে

প্রথম পাতা » ছবি গ্যালারী » চক্রের মূলহোতা সাবেক এক যুগ্ম সচিবের ছেলে
বুধবার, ২৫ অক্টোবর ২০২৩



চক্রের মূলহোতা সাবেক এক যুগ্ম সচিবের ছেলে

সব ধরনের ব্যাংক ঋণ অনুমোদন করিয়ে দেন তারা, তবে তা নির্দিষ্ট কমিশনের বিনিময়ে। ফেসবুকে এমন বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে এখন অনেকেই নিঃস্ব। বড় অংকের ঋণ পাইয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা।

সম্প্রতি এমন একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর পুলিশ জানিয়েছে, এ চক্রের মূলহোতা সাবেক এক যুগ্ম সচিবের ছেলে।

ইলমান খান নামে এক ব্যক্তি একটি এনজিও পরিচালনা করেন। সেই এনজিওর জন্য তার বড় অংকের ঋণ দরকার ছিল তার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি একটি বিজ্ঞাপন দেখতে পান যে, নির্দিষ্ট কমিশনের বিনিময়ে ব্যাংক ঋণের ব্যবস্থার। যোগাযোগ করেন তাদের সঙ্গে। বৈঠক করেন রাজধানীর একটি বড় হোটেলে। পাঁচ শতাংশ কমিশনে ১০ কোটি টাকা ঋণের প্রতিশ্রুতি দেয়া হয় তাকে। কয়েক দফায় বিভিন্ন অজুহাতে ঋণ মঞ্জুরের আগেই তার কাছ থেকে ২২ লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি। ইলমান খানের মতো এমন প্রতারণার শিকার হয়েছে অনেকেই এ চক্রটির কাছে।

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে ব্যাংক লোনের নামে প্রতারণা করা চক্রটিকে শনাক্ত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতার করা হয়েছে ৫ জনকে। চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন নামে রাজধানীর অভিজাত এলাকায় অফিস ভাড়া নিয়ে সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংকের ঋণ পাইয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করে আসছিল বলে জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

তাদের চটকদার বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে লোনের জন্য যোগাযোগ করলে প্রসেসিং ফি, সার্ভিস চার্জ, ডিসবার্সমেন্ট ফিসহ নানা খাতে দফায় দফায় টাকা গুণতে হত। একটা সময় ভুক্তভোগীদের সঙ্গে তারা যোগাযোগ বন্ধ করে দেয়। এ চক্রে সাবেক এক যুগ্ম সচিবের পরিবার পরিজন রয়েছেন বলে জানান তিনি।

সম্প্রতি সময় সংবাদকে হারুন অর রশীদ আরও বলেন, মানুষকে ঠকানো এ চক্রটিতে সাবেক এক যুগ্ম সচিবের ছেলে, ছেলের বউ এবং তার স্ত্রী আছেন। তারা প্রত্যেকে যোগসাজসে রাজধানীর নামকরা জায়গাগুলোতে একটি ভূয়া প্রতিষ্টান খোলে এরপর চটকদার বিজ্ঞাপন দিয়ে লোন পাইয়ে দেয়ার কথা জানান। বিভিন্ন ব্যাংক থেকে লোন পাইয়ে দেয়ার কথা বলে, মিথ্যা আশ্বাস দিয়ে মানুষকে ঠকিয়ে আসছিল তারা। এভাবে হাতিয়ে নেয় কোটি কোটি টাকা। তাদের চক্রে আছে অসাধু আইনজীবীও। প্রতারণার শিকার ব্যক্তিরা যেন আইনী পদক্ষেপ নিতে না পারেন আগেই তারা সেই ব্যবস্থাও করে রেখেছিল। উল্টো ভুক্তভোগীকে আইন ভয় দেখাতেন বলেও জানান।

বাংলাদেশ সময়: ১২:০৪:৪৮   ১৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার
ফতুল্লায় শ্রমিক দল নেতার মেলার নামে জুয়া, ভেঙে দিল প্রশাসন
সিদ্ধিরগঞ্জে ইসলামী আন্দোলনের সম্মাননা ও মতবিনিময় সভা
গুজব ও অপতথ্য মোকাবেলায় তথ্য কর্মকর্তাদের দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: তথ্য উপদেষ্টা
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে: তৌহিদ
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় স্থানীয়দের মতামতকে গুরুত্ব দিতে হবে: পরিবেশ উপদেষ্টা
ফতুল্লার মাসদাইরে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা
দুর্যোগ ও দুর্বিপাকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক: মহাপরিচালক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ