বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩

‘ডু অর ডাই’ ম্যাচে মুখোমুখি ‘আহত সিংহ’ ইংল্যান্ড-শ্রীলঙ্কা

প্রথম পাতা » খেলাধুলা » ‘ডু অর ডাই’ ম্যাচে মুখোমুখি ‘আহত সিংহ’ ইংল্যান্ড-শ্রীলঙ্কা
বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩



‘ডু অর ডাই’ ম্যাচে মুখোমুখি ‘আহত সিংহ’ ইংল্যান্ড-শ্রীলঙ্কা

বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। তিন ম্যাচ হেরে নাজেহাল অবস্থা ইংলিশদের। আর নিজেদের পঞ্চম ম্যাচে জয়ের ব্যাপারে বদ্ধপরিকর শ্রীলঙ্কা। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ‘ডু অর ডাই’ ম্যাচে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর আড়াইটায়।

বিশ্বকাপে অঘটনের শিকার দলটার নাম এখন সবারই জানা। প্রথমে নিউজিল্যান্ড, এরপর যোজন যোজন পিছিয়ে থাকা আফগানিস্তান আর এরপরের দুঃস্বপ্নের নামটা দক্ষিণ আফ্রিকা। চারটি ম্যাচ খেলে মাত্র একটা জয় নিয়ে বিশ্বকাপের এবারের আসরে যাচ্ছেতাই অবস্থা থ্রি লায়ন্সের। কোনোভাবেই বিশ্বমঞ্চে স্বরূপে ফিরতে পারছে না জস বাটলার-হ্যারি ব্রুকরা।

চার ম্যাচের তিনটিতেই হেরে এবার পয়েন্ট টেবিলেও পিছিয়ে পড়েছে ইংলিশরা। টেবিলের আটে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে, পরের ম্যাচটায় ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা। সুপার ফোরের আশা টিকিয়ে রাখতে হলে যেকোনো মূল্যে জিততেই হবে থ্রি লায়নদের। সম্প্রতি ওয়ানডে ফরম্যাটে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই ইংল্যান্ড। নিজেদের খেলা শেষ পাঁচ ম্যাচের দুটিতে জয় আছে বাটলার-ব্রুকদের।

তবে, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের একাদশে আসতে পারে কিছুটা পরিবর্তন। এই ম্যাচে দলে ফেরার সম্ভাবনা রয়েছে মঈন আলির। চিন্নাস্বামীর পিচে বরাবরই হাই স্কোরিং ম্যাচ হয়। সেই পিচের সুবিধা কাজে লাগিয়ে জয় তুলে নিতে বদ্ধপরিকর দলটা। শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে কিছুটা স্বস্তির কারণ হতে পারে দু’দলের অতীত পরিসংখ্যান। ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত দু’দলের ১১বারের দেখায় ৬টি জয় নিয়ে এগিয়ে আছে ইংল্যান্ড আর পাঁচটিতে জিতেছে শ্রীলঙ্কা।

এদিকে, বিশ্বকাপে দ্বিতীয় জয়ের খোঁজে শ্রীলঙ্কা। ডু অর ডাই ম্যাচের আগে একাদশে পরিবর্তনের আভাস লঙ্কানদের। নিজেদের পঞ্চম ম্যাচে একাদশে ফিরতে যাচ্ছেন সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। অভিজ্ঞ এই অলরাউন্ডার ফেরায় কিছুটা স্বস্তিতে দল। তবে, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে বাড়তি নজর শ্রীলঙ্কার। অন্যদিকে, শেষ পাঁচ ম্যাচে লঙ্কানদের জয় আছে একটিতে। সাম্প্রতিক এই বাজে অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া দলটা। সুপার ফোরের আশা বাচিয়ে রাখতে এ ম্যাচে জয় চাই লঙ্কানদের।

বাংলাদেশ সময়: ১২:১৯:৩৫   ১১৮ বার পঠিত