চলতি বিশ্বকাপে টানা চার ম্যাচে হারের তিক্ত স্বাদ পাওয়া বাংলাদেশ আজ নিজেদের ষষ্ঠ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে শুরুতে ফিল্ডিং করছে। টস জিতে ব্যাটিং করতে নামা নেদারল্যান্ডস মাত্র ৪ রানেই ২ উইকেট হারিয়েছে।
কলকাতার দেড় শ বছরেরও বেশি পুরোনো স্টেডিয়াম ইডেন গার্ডেনসে শনিবার ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
নেদারল্যান্ডসের হয়ে ওপেনিংয়ে নামা ম্যাক্স ও’ডাউড ও বিক্রমজিৎ সিং নিজেদের ওপেনিং জুটিকে বেশিদূর নিয়ে যেতে পারলেন না।
৯ বলে ৩ রান করা বিক্রমজিৎ সিং দুই ম্যাচ পর খেলতে নামা তাসকিনের বলে অধিনায়ক সাকিবের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান সাজঘরে। তার বিদায়ে তিন রানেই ভাঙে ডাচদের ওপেনিং জুটি।
তাসকিনের পর ডাচ শিবিরে আঘাত হানেন আরেক পেসার শরিফুল ইসলাম। তাসকিনের পর তিনি ফেরালেন আরেক ওপেনার ম্যাক্স ও’ডাউডকে।
৩ বলে শূন্য রান করা ওপেনার ম্যাক্স ও’ডাউড শরিফুলের বলে স্লিপে ক্যাচ তুলে দেন। স্লিপে দাঁড়ানো তানজিদ হাসান তামিম ক্যাচটি তালুবন্দি করে নেন। ম্যাক্স ও’ডাউডের বিদায়ে মাত্র ৪ রানেই ২ উইকেট হারালো ডাচরা।
বাংলাদেশের একাদশে এসেছে দুই পরিবর্তন। বাদ পড়েছেন নাসুম আহমেদ ও হাসান মাহমুদ। নাসুমের জায়গায় নেওয়া হয়েছে শেখ মেহেদি হাসানকে। ডানহাতি স্পিনের সঙ্গে ব্যাটটাও চালাতে পারেন তিনি। তাই ব্যাটিংয়ে বাড়তি বিকল্প পাচ্ছে দল। পেস বিভাগে হাসানের বদলি চোট কাটিয়ে দলে ফেরা তাসকিন আহমেদ। ওয়ানডেতে এখন পর্যন্ত ২ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নেদারল্যান্ডস। যেখানে একটি করে জয় পেয়েছে দুই দলই। ওয়ানডেতে মুখোমুখি পরিসংখ্যান অনুযায়ী সহ-অবস্থানে থাকলেও, বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে একবারের দেখায় জয় আছে বাংলাদেশেরই। ২০১১ সালের বিশ্বকাপে চট্টগ্রামে ডাচদের ৬ উইকেটে হারিয়েছিল টাইগাররা।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, ওয়েসলি বারেসি, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস, বাস ডি লিডি, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, লোগান ফন বেক, শরিজ আহমেদ, আরিয়ান দত্ত, পল ফন মিকারেন।
বাংলাদেশ সময়: ১৫:২৮:৪৮ ১০১ বার পঠিত