সোমবার, ৩০ অক্টোবর ২০২৩

এসএমসি’র সঙ্গে সমঝোতা শাকিব খানের

প্রথম পাতা » ছবি গ্যালারী » এসএমসি’র সঙ্গে সমঝোতা শাকিব খানের
সোমবার, ৩০ অক্টোবর ২০২৩



এসএমসি’র সঙ্গে সমঝোতা শাকিব খানের

ঢালিউড সুপারস্টার শাকিব খান। তিনি গত সেপ্টেম্বর মাসে এসএমসি ওরস্যালাইনকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন। প্রতিষ্ঠানটির কাছে ৪ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছিলেন তিনি। তবে এসএমসির সঙ্গে শাকিব খানের সমঝোতা হয়েছে বলে জানা গেছে।

নায়কের ভেরিফায়েড ফেসবুকে দেখা যায়, গতকাল রোববার (২৯ অক্টোবর) তার পেজে আবার পণ্যটির প্রচারণায় অংশ নিয়েছেন।

এ বিষয়ে শাকিব খানের আইনজীবীর তরফ থেকে জানা যায়, ‘ চলতি মাসেই এসএমসির সঙ্গে শাকিব খানের সমঝোতা হয়েছে। নতুন চুক্তি করেছেন দুই পক্ষ। তাই আবার পণ্যটির প্রচার-প্রচারণা শুরু করেছেন তিনি।’

এর আগে এসএমসির সঙ্গে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত শাকিব খানের চুক্তি ছিল। সে অনুযায়ী বিজ্ঞাপন প্রচার করা হচ্ছিল। এরপর চুক্তি নবায়ন না করেই চলতি বছর বিজ্ঞাপনটি প্রচার করা হচ্ছিল। ফলে চুক্তিভঙ্গের কারণে ক্ষতিপূরণ চেয়ে প্রতিষ্ঠানটিকে নোটিশ পাঠানো হয়।

উল্লেখ্য, বলিউড সিনেমা ‘দরদ’ নিয়ে আলোচনায় রয়েছেন ঢালিউড কিং শাকিব খান। ভারতের এলাহাবাদে ‘দরদ’ সিনেমার প্রথম শুটিং শুরু হয়েছে শুক্রবার (২৭ অক্টোবর)। এটি দিয়েই বলিউডে অভিষেক হতে চলেছে জনপ্রিয় এই নায়কের।

বাংলাদেশ সময়: ১৪:৩০:৩৮   ৮৪ বার পঠিত