সোমবার, ৩০ অক্টোবর ২০২৩

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে : প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে : প্রতিমন্ত্রী
সোমবার, ৩০ অক্টোবর ২০২৩



পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে : প্রতিমন্ত্রী

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১০ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে এমন গুজব ছড়িয়েছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।

তিনি বলেছেন, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১০ হাজার ৪০০ টাকার বেশিই নির্ধারিত হবে। আলাপ-আলোচনার মাধ্যমে মজুরি বোর্ড ন্যূনতম মজুরি নির্ধারণ করবেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী একটি গ্রহণযোগ্য মজুরির ব্যবস্থা করবেন।
এখনও মজুরি নির্ধারণ হয়নি, এখনো হাতে অনেক সময় আছে। বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখেন।

তৈরি পোশাক শিল্পে বর্তমান পরিস্থিতি নিয়ে সোমবার মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান উপস্থিত ছিলেন।

মালিকপক্ষ ১০ হাজার ৪০০ টাকার যে প্রস্তাব দিয়েছে ন্যূনতম মজুরি কি তার থেকে বেশি হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মন্নুজান সুফিয়ান বলেন, অবশ্যই বেশি হবে। পোশাক কারখানার মালিকপক্ষ যে প্রস্তাব দিয়ে শ্রমিকদের ন্যূনতম মজুরি তার থেকে বেশি অবশ্যই নির্ধারণ হবে। মজুরি বোর্ড বসে আলাপ-আলোচনা করে নির্ধারণ করবে।

প্রতিমন্ত্রী বলেন, মজুরি নির্ধারণের জন্য এখনো এক মাস বাকি আছে।
১ নভেম্বর মজুরি বোর্ডের সভা আছে। শ্রমিকরা কারো কথায় বিভ্রান্ত না হয়ে কাজে ফিরে ফ্যাক্টরির নিরাপত্তা বিধান করবেন আমি এই আহ্বান জানাই। কারও ফাঁদে যেন তারা পা না দেন।

বাংলাদেশ সময়: ২২:২৪:৩৮   ২৬৩ বার পঠিত