বুধবার, ১ নভেম্বর ২০২৩

হত্যা মামলায় স্ত্রীর যাবজ্জীবন, স্বামীর জেল

প্রথম পাতা » আড়াইহাজার » হত্যা মামলায় স্ত্রীর যাবজ্জীবন, স্বামীর জেল
বুধবার, ১ নভেম্বর ২০২৩



হত্যা মামলায় স্ত্রীর যাবজ্জীবন, স্বামীর জেল

আড়াইহাজার থানায় দায়ের করা হত্যা মামলায় এক দম্পত্তিকে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন আড়াইহাজার উপজেলার ইলুমদী কান্দাপাড়া এলাকার বাসিন্দা মৃত ইব্রাহিমের ছেলে শহীদ মিয়া (৫০) ও তার স্ত্রী জোসনা বানু (৪০)।

জোসনা বানুকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং শহীদ মিয়াকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বাদীপক্ষের আইনজীবী খোরশেদ আলম মোল্লা রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২১ সালের ১০ ফেব্রুয়ারি মজিবুর রহমান নামের এক ব্যক্তি আড়াইহাজারের ইলুমদী কান্দা এলাকায় চা পান করতে গিয়ে নিখোঁজ হন। ১১ ফেব্রুয়ারি ইলুমদী কান্দাপাড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা করেন। ওই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত আজ বুধবার এ রায় ঘোষণা করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর আসাদুজ্জামান।

বাংলাদেশ সময়: ২৩:২০:৪৮   ২১১ বার পঠিত