শনিবার, ৪ নভেম্বর ২০২৩

সিলেট-তামাবিল মহাসড়কের ৬ লেন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিলেট-তামাবিল মহাসড়কের ৬ লেন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী
শনিবার, ৪ নভেম্বর ২০২৩



সিলেট-তামাবিল মহাসড়কের ৬ লেন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী

সিলেট-তামাবিল মহাসড়ক ৬ লেনে উন্নতিকরণ প্রকল্পের প্যাকেজ-২ এর নির্মাণ কাজের উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।
আজ শনিবার সকাল সাড়ে ১১ টায় মন্ত্রী সিলেট খাদিম নগরের সুরমা গেইটে এ কাজের উদ্বোধন করেন। সড়ক ও জনপথ বিভাগ এ প্রকল্প বাস্তবয়নে কাজ করছে। দুপুরে পররাষ্ট্রমন্ত্রী সিলেট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্নস্থানে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এরআগে সকাল ১০টায় নগরীর আম্বরখায় ‘ইনিমার্ট আউটলেট’ এর উদ্বোধন করেন মন্ত্রী।
এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বিএনপি ফেইকের মধ্যে আছে। তারা এক ব্যক্তিকে প্রেসিডেন্ট জো বাইডেনের ভুয়া উপদেষ্টা সাজিয়ে দেশে অশান্তি সৃষ্টির পায়তারা করেছিলো। শান্তিপূর্ণ সমাবেশের কথা বলে তারা ২৮ অক্টোবর জ্বালাও পোড়াও করেছে। পুলিশ, সাংবাদিককে নির্যাতন করেছে , হত্যা করেছে, আগুন সন্ত্রাস করেছে। তাদের হাত থেকে হাসপাতালও রক্ষা পায়নি।
তিনি আরো বলেন, আন্দোলনের নামে বিএনপি যে সন্ত্রাস করছে সে জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। এসময় মন্ত্রী বলেন, আমরা দেশে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন করতে চাই। জনগণ ভোট দিলে আমরা আবার ক্ষমতায় আসবো, না দিলে আসবো না। সন্ত্রাস বাদ দিয়ে জনগণের কাছে যেতে পররাষ্ট্রমন্ত্রী বিএনপিকে পরামর্শ দেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের মাটি,মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। দেশ ও জনগণের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।
পৃথক অনুষ্ঠানে সরকারের বিভিন্ন দফতরের পদস্থ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৬:২৪   ১২৪ বার পঠিত