গাজায় চালানো আগ্রাসনের জবাবে এবার লেবানন থেকে ইসরাইলে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সোমবার (৬ নভেম্বর) হামাসের আল কাসাম ব্রিগেডের লেবানন শাখা টেলিগ্রামে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার টেলিগ্রামে এক বিবৃতিতে হামাসের কাসাম ব্রিগেডের লেবানন শাখা বলেছে, তারা উত্তর ইসরাইলের নাহারিয়া এবং হাইফা শহরের দক্ষিণ উপকণ্ঠে ১৬টি রকেট নিক্ষেপ করেছে।
কাসাম ব্রিগেড আরও বলেছে, `গাজায় চালানো ইসরাইলের আগ্রাসন ও গণহত্যার প্রতিশোধ নেয়ার জন্য ইসরাইলে রকেট ছোঁড়া হয়েছে।’
অন্যদিকে ইসরাইল জানিয়েছে, তারা এক ঘণ্টার মধ্যে লেবানন থেকে প্রায় ৩০টি রকেট নিক্ষেপের ঘটনা শনাক্ত করেছে। মাইক্রোব্লগিং সাইট এক্সে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, ‘যে স্থান থেকে রকেট উৎক্ষেপণ করা হচ্ছে সেদিকে গোলাবর্ষণ করছে আইডিএফ।’
চলতি বছরের ৭ অক্টোবর ইসরাইলে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকে অবরুদ্ধ গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। ইহুদিবাদী শাসকদের নির্বিচার আগ্রাসনে গাজায় মাত্র একমাসে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।
সোমবার (৬ নভেম্বর) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা উপত্যকায় গত এক মাসে ইসরাইলের হামলায় মোট ১০ হাজার ২২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৪ হাজার ১০৪ শিশু ও ২ হাজার ৬৪১ জন নারী রয়েছে। এছাড়াও, ইসরাইলি হামলায় আহত হয়েছেন ২৫ হাজারের বেশি ফিলিস্তিনি।
বাংলাদেশ সময়: ১১:০৫:৩৯ ১৩৬ বার পঠিত