বুধবার, ৮ নভেম্বর ২০২৩

এখনও তফসিল ঘোষণার পরিবেশ রয়েছে : ইসি সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » এখনও তফসিল ঘোষণার পরিবেশ রয়েছে : ইসি সচিব
বুধবার, ৮ নভেম্বর ২০২৩



এখনও তফসিল ঘোষণার পরিবেশ রয়েছে : ইসি সচিব

এখনও পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার মতো পরিবেশ রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

বুধবার (৮ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইসি সচিব বলেন, রাজনৈতিক অস্থিরতা ইসিকে ভোট নিয়ে ভাবাচ্ছে না। সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনে কমিশন বদ্ধপরিকর।

তিনি বলেন, সব প্রস্তুতি গুছিয়ে আনা হয়েছে। নভেম্বরের প্রথমার্ধে (দ্বিতীয় সপ্তাহ) দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে। তার আগে রেওয়াজ অনুযায়ী নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। সেখানে রাষ্ট্রপতিকে নির্বাচন আয়োজনের অগ্রগতি সম্পর্কে জানানো হবে।

এ সময় ডিসেম্বরের শেষ সপ্তাহ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম।

তিনি বলেন, নির্বাচনে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মাঠে থাকবেন। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিপত্র জারি করবে।

এখন মনোনয়পত্রসহ সব নির্বাচনী সামগ্রী ধাপে ধাপে নির্বাচন কার্যালয়গুলোতে পাঠানো হচ্ছে বলে জানান ইসি সচিব।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:৫৪   ৯৬ বার পঠিত