শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩

রাঙ্গামাটির বালুখালীতে শ্রী শ্রী রক্ষা মা কালি মন্দিরের উদ্বোধন

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গামাটির বালুখালীতে শ্রী শ্রী রক্ষা মা কালি মন্দিরের উদ্বোধন
শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩



রাঙ্গামাটির বালুখালীতে শ্রী শ্রী রক্ষা মা কালি মন্দিরের উদ্বোধন

জেলার সদর উপজেলাধীন বালুখালী ইউনিয়নের কিল্লাপাহাড় এলাকায় জেলা পরিষদের অর্থায়নে নির্মিত কিল্লা পাহাড় শ্রী শ্রী রক্ষা মা কালি মন্দিরের আজ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় মন্দির প্রাঙ্গনে বালুখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগ সদস্য ওয়াশিংটন চাকমা, জেলা পরিষদ সদস্য ঝর্ণা খীসা, জেলা পুজা উদযাপন পরিষদ সভাপতি অমলেন্দু হাওলাদার, সদর উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক সজল চাকমা চম্পা, সদর উপজেলা যুবলীগ সভাপতি নতুন কুমার ত্রিপুরা প্রমুখ।
এ সময় দীপংকর তালুকদার এমপি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সারাদেশের মতো পার্বত্য চট্টগ্রামে প্রতিটি সেক্টরে উন্নয়ন কাজ বাস্তবায়নের পাশাপাশি এই অঞ্চলে সকল সম্প্রদায়ের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:২৬:৫১   ৯৯ বার পঠিত