সোনারগাঁয়ে প্রায় ১৬০ কোটি টাকার ৩০৯ টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
শনিবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ উন্নয়ন প্রকল্প সমুহের“ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. সামসুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলাম।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু, বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম, নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য আবু নাঈম ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, শম্ভুপুরা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, জামপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভুইয়া, বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুবর রহমান বাবুল, সনমান্দী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বৈদ্যের বাজার ইউপি চেয়ারম্যান আলামিন সরকার, কাঁচপুর ইউপি চেয়ারম্যান মোশাররফ ওমর, সাদীপুর ইউপি চেয়ারম্যান আ. রশিদ মোল্লা, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান সামসুল আলম সামসু, উপজেলা প্রকৌশলী আরজুরুল হক, উপজেলা শিক্ষা অফিসার দৌলতর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, উপজেলা প্রকল্প বাস্তব কর্মকর্তা আব্দুল জব্বার, জনস্বাস্থ উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, উপজেলার সকল কর্মকর্তা, কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক. আওয়ামী লীগ, জাতীয় পার্টির নেতাকর্মীসহ সর্বসাধারন।
বাংলাদেশ সময়: ২৩:৪২:৩০ ১৯২ বার পঠিত