বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩

শেখ হাসিনার লক্ষ্য চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া-রেলপথ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেখ হাসিনার লক্ষ্য চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া-রেলপথ মন্ত্রী
বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩



শেখ হাসিনার লক্ষ্য চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া-রেলপথ মন্ত্রী

রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন বলেছেন, শেখ হাসিনার লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ার মাধ্যমে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। তথ্যপ্রযুক্তি যথাযথ ব্যবহারের মাধ্যমেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হবে।

মন্ত্রী আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ডিজিটাল বাংলাদেশ ফোরাম ও ভোক্তা অধিকার সংরক্ষণ সোসাইটির যৌথ উদ্যোগে, ‘বাংলাদেশ সামিট ফর সোশ্যাল ডেভেলপমেন্ট ২০২৩’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার মাধ্যমে দেশের ঘরে ঘরে তথ্যপ্রযুক্তি পৌঁছে দিয়েছেন। জনগণ ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে, শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম পরিচালিত হচ্ছে। এবারে সরকারের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলা।

মন্ত্রী বলেন, যারা ১৯৭১ সালে আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর সাধারণ ক্ষমার অপব্যাখ্যা দিয়ে তাঁরা বাংলাদেশের রাজনীতিও করেছে। সেই তারাই এখন আবার ৭ জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে একত্রিত হয়ে বিষবৃক্ষের মতো ডালা মেলেছে। দেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই বিষবৃক্ষ উপড়ে ফেলার জন্য অনুরোধ জানান তিনি।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম অহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এফবিসিসিআই’র সহসভাপতি খায়রুল হুদা চপল, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সাবেক চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেন । আয়োজক সংগঠনের সভাপতি খালেদ মোশারফ চৌধুরী রানার সমন্বয়ে সামিট সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২২:১৭:৩৫   ৮০ বার পঠিত