বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩

নির্বাচন নিয়ে আলোচনা দিল্লি-ওয়াশিংটনের নিজস্ব ব্যাপার: পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচন নিয়ে আলোচনা দিল্লি-ওয়াশিংটনের নিজস্ব ব্যাপার: পররাষ্ট্র মন্ত্রণালয়
বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩



নির্বাচন নিয়ে আলোচনা দিল্লি-ওয়াশিংটনের নিজস্ব ব্যাপার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা দিল্লি-ওয়াশিংটনের নিজস্ব ব্যাপার বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রণালয়ের জনকূটনীতি অনু বিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন।

দিল্লিতে যুক্তরাষ্ট্র ও ভারতের পররাষ্ট্র এবং প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ কিনা– জানতে চাইলে সেহেলী বলেন, সংলাপটি মূলত ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সার্বিক দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াবলি আলোচনার একটি প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। তাদের সংলাপে রাজনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তা-সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বিশদ আলোচনা হয়। সে আলোচনায় বৃহত্তর বৈশ্বিক, আঞ্চলিক ও উপআঞ্চলিক নিরাপত্তা ও ভূরাজনৈতিক স্থিতিশীলতার নানা দিক উঠে আসা স্বাভাবিক। আলোচনার বিষয়বস্তু হিসেবে কী আসবে বা না আসবে– তা এই দু’দেশের নিজস্ব ব্যাপার।

বাংলাদেশ কারও কাছে নির্বাচনের সহযোগিতা চেয়েছে কিনা– উত্তরে তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে সহযোগিতার জন্য কোনো দেশ বা সংস্থাকে অনুরোধ জানায়নি বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২৩:০৩:৫৩   ১২০ বার পঠিত