শনিবার, ১৮ নভেম্বর ২০২৩

বিশ্বকাপ ফাইনাল : অস্ট্রেলিয়া দলের ফ্যাক্টফাইল

প্রথম পাতা » খেলাধুলা » বিশ্বকাপ ফাইনাল : অস্ট্রেলিয়া দলের ফ্যাক্টফাইল
শনিবার, ১৮ নভেম্বর ২০২৩



বিশ্বকাপ ফাইনাল : অস্ট্রেলিয়া দলের ফ্যাক্টফাইল

বিশ্বকাপ ফাইনালে কাল স্বাগতিক ভারতের মুখোমুখি হবে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ফাইনালকে সামনে রেখে অস্ট্রেলিয়ার ফ্যাক্টফাইল :
বিশ্ব র‌্যাঙ্কিং : ২ রোড টু ফাইনাল:
গ্রুপ পর্ব-
৮ অক্টোবর, চেন্নাই : ভারতের বিপক্ষে ৬ উইকেটে পরাজিত
১২ অক্টোবর, লক্ষেèৗ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৩৪ রানে পরাজিত
১৬ অক্টোবর, লক্ষেèৗ : শ্রীলংকার বিপক্ষে ৫ উইকেটে জয়ী
২০ অক্টোবর, বেঙ্গালুরু : পাকিস্তানের বিপক্ষে ৬২ উইকেটে জয়ী
২৫ অক্টোবর, নয়া দিল্লি : নেদারল্যান্ডসের বিপক্ষে ৩০৯ রানে জয়ী
২৮ অক্টোবর, ধর্মশালা : নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ রানে জয়ী
৪ নভেম্বর, আহমেদাবাদ : ইংল্যান্ডের বিপক্ষে ৩৩ রানে জয়ী
৭ নভেম্বর, মুম্বাই : আফগানিস্তানের বিপক্ষে ৩ উইকেটে জয়ী
১১ নভেম্বর, পুনে : বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেটে জয়ী
সেমিফাইনাল-
১৬ নভেম্বর, কলকাতা : দক্ষিণ আফ্রিকার বিপক্ষ ৩ উইকেটে জয়ী
স্কোয়াড :
প্যাট কামিন্স (অধিানয়ক), স্টিভ স্মিথ, এ্যালেক্স ক্যারি, জশ ইংলিস (উইকেটরক্ষক), সিন এ্যাবট, মার্নাস লাবুশেন , ক্যামেরন গ্রীন, জস হ্যাজেলউড, ট্রভিস হেড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, এ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক।
দলের শীর্ষ রান সংগ্রাহক :
ডেভিড ওয়ার্নার : ৬.৯২৫ রান, সর্বোচ্চ স্কোর : ১৭৯, গড় : ৪৫.৫৫, সেঞ্চুরি : ২০, হাফ সেঞ্চুরি : ৩৩
২০২৩ বিশ্বকাপে দলের শীর্ষ রান সংগ্রাহক :
ডেভিড ওয়ার্নার : ৫২৮ রান, সর্বোচ্চ স্কোর : ১৬৩, গড় ৫২.৮০, সেঞ্চুরি : ২, হাফ সেঞ্চুরি : ২
দলের সর্বোচ্চ উইকেট শিকারী :
মিচেল স্টার্ক : ২৩৩ উইকেট, সেরা বোলিং : ৬-২৮, গড় : ২৩.০২
২০২৩ বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী :
এ্যাডাম জাম্পা : ২২ উইকেট, সেরা বোলিং : ৪-২৮, গড় : ২১.৪০
বিশ্বকাপে অতীত রেকর্ড :
১৯৭৫ : রানার্স-আপ
১৯৭৯ : গ্রুপ পর্ব
১৯৮৩ : গ্রুপ পর্ব
১৯৮৭  : চ্যাম্পিয়ন
১৯৯২ : রাউন্ড রবিন পর্ব
১৯৯৬ : রানার্স-আপ
১৯৯৯ : চ্যাম্পিয়ন
২০০৩ : চ্যাম্পিয়ন
২০০৭ : চ্যাম্পিয়ন
২০১১ : কোয়ার্টার ফাইনাল
২০১৫ : চ্যাম্পিয়ন
২০১৯ : সেমিফাইনাল

বাংলাদেশ সময়: ১৬:১০:৫৪   ১২৩ বার পঠিত