মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩

বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র
মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩



বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। এটি আয়োজনে তাইতো দেশটি সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখছে বলে জানালেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার। এছাড়া বাংলাদেশে নির্দিষ্ট কোন রাজনৈতিক দলকে তারা সমর্থন করে না বলে নিজেদের অবস্থানের কথা আবারও পুনর্ব্যক্ত করেন তিনি।

সোমবার (২০ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার।

আগামী বছরের ৭ জানুয়ারী বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দিন ধার্য করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। যদিও এর বিরোধিতা করে হরতাল-অবরোধের মতো সহিংস কর্মসূচি পালন করছে বিএনপি। প্রতিটি কর্মসূচিতেই যানবাহনে আগুন লাগানোসহ মানুষের জানমালের ওপর হামলার ঘটনা ঘটছে।

সোমবারের ব্রিফিংয়ে বেগম খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব মুশফিক ফজল আনসারী অভিযোগ করেন, বাংলাদেশের ক্ষমতাসীনরা একতরফা নির্বাচন আয়োজনের চেষ্টা করছে। এ পরিস্থিতিতে আসন্ন নির্বাচন বন্ধ করতে যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নেবে কি-না - এমন প্রশ্নে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বাংলাদেশের নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না বলে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

ম্যাথিউ মিলার বলেন, ‘আমরা বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নেইনি। বাংলাদেশের জনগণ যা চায়, আমরাও সেটিই চাই। আর তা হচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন। শান্তিপূর্ণভাবে যেন নির্বাচন হয়। আমরা সরকার, বিরোধী দল ও সুশীল সমাজসহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কাজ করে যাবো।’

বাংলাদেশের আসন্ন নির্বাচনে বিএনপি ছাড়াও অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। এ অবস্থায় নির্বাচনকে যুক্তরাষ্ট্র একতরফা বলবে কিনা বা সেটি গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করবে কি-না, সময় সংবাদের এমন প্রশ্নে ম্যাথিউ মিলার বলেন, ‘বাংলাদেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন আয়োজনে সংশ্লিষ্টদের সঙ্গে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট। আমাদের লক্ষ্য বাংলাদেশে শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা।’

এছাড়া মুশফিক ফজল আনসারী সম্প্রতি বাংলাদেশে গার্মেন্ট শ্রমিকদের আন্দোলনে পাঁচ শ্রমিক নিহতের মিথ্যা তথ্য উল্লেখ করে, শ্রমিকদের আন্দোলনে সরকার বাধা দেয়ায় যুক্তরাষ্ট্র দায়ীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে কি-না জানতে চান। তার প্রশ্নের জবাবে মিলার বলেন, ‘শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে শ্রমিক অধিকার রক্ষায় যুক্তরাষ্ট্র কাজ করে যাচ্ছে।’

বাংলাদেশ সময়: ১১:০৫:৪৫   ৯৪ বার পঠিত   #