বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

দেশের মানুষ অগ্নি-সন্ত্রাসীদের মোকাবিলার শক্তি অর্জন করেছে : তাজুল ইসলাম

প্রথম পাতা » চট্টগ্রাম » দেশের মানুষ অগ্নি-সন্ত্রাসীদের মোকাবিলার শক্তি অর্জন করেছে : তাজুল ইসলাম
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩



দেশের মানুষ অগ্নি-সন্ত্রাসীদের মোকাবিলার শক্তি অর্জন করেছে : তাজুল ইসলাম

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, অতীতে বিএনপি নির্বাচন করতে দেবে না বলে অগ্নি-সন্ত্রাস করেছিল। মানুষ পুড়িয়ে মেরেছিল, এমন লজ্জাজনক ঘটনার অভিজ্ঞতা এদেশে মানুষের ছিল না। পরবর্তীতে জনগণ তাদের মোকাবিলা করেছিল। অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক এ অভিজ্ঞতা মোকাবিলা করার শক্তি সামর্থ্য দেশের মানুষ অর্জন করেছে।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে সংসদীয় নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মো. তাজুল ইসলাম বলেন, অগ্নি-সন্ত্রাসকে যেখানে মানুষ মোকাবিলা করেছে, এখন মৃত্যু পদযাত্রীদের (বিএনপি-জামায়াত) মানুষ মোকাবিলা করবে না। যারা অগ্নি-সন্ত্রাস করেছে তারা আজ অনেক দুর্বল। তারা যখন সবল ছিল, অনেক শক্তিশালী ছিল তখন দেশের মানুষ তাদের মোকাবিলা করেছিল।

তিনি বলেন, হরতাল এবং অবরোধের নামে তাদের কর্মসূচির সঙ্গে মানুষের সম্পৃক্ততার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। বিএনপি একটি রাজনৈতিক দল তাদের নির্বাচনে আসার বিষয়ে আমাদের সবসময় আহ্বান ছিল।

এ সময় উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাইয়ুম, উপজেলা চেয়ারম্যান মো. জাকির হোসেন, লাকসাম পৌর মেয়র আবুল খায়ের প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:৩৫:৪৭   ১০৬ বার পঠিত   #