শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩

গোপালগঞ্জ ১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মুহাম্মদ ফারুক খান

প্রথম পাতা » গোপালগঞ্জ » গোপালগঞ্জ ১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মুহাম্মদ ফারুক খান
শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩



গোপালগঞ্জ ১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মুহাম্মদ ফারুক খান

গোপালগঞ্জ ৩০ নভেম্বর ২০২৩ : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ ১ আসনে আওয়ামী লীগ প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি । আজ তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলুর কাছে মনোনয়নপত্র জমা দেন ফারুক খান।

এ সময় ফারুক খানের সঙ্গে তার কন্যা কানতারা খান বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার, সিরাজুল ইসলাম মিয়া, হুজ্জাত হোসেন লিটু মিয়া, সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ মুক্তু মুন্সী, কুটিখান সাব্বির খানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
২১৫ গোপালগঞ্জ-১ আসন মনোনয়নপত্র জমাদানের পর, মুহাম্মদ ফারুক খান বলেন তিনি ৫ বার নির্বাচিত হয়েছেন মুকসুদপুর ও কাশিয়ানী বাসির দোয়া,ভালোবাসা ও সমর্থনে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ও তিনি সমর্থন কামনা করেন মুকসুদপুর ও কাশিয়ানী বাসির । তিনি বলেন বাংলাদেশ গণতান্ত্রিক দেশ এবং অধিক প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য। তিনি বলেন, একাধিক রাজনৈতিক দল নির্বাচনে তাদের প্রার্থী দেবে। প্রতিদ্বন্দ্বিতামূলক, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে বেছে নেবে। জনগণের উন্নয়নের জন্য তিনি কাজ করেছেন। জনগণের সমর্থন ও দোয়া প্রত্যাশা করে তিনি বলেন, জনগণ যেন নির্বিঘ্নে তাদের ভোট দিতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

বাংলাদেশ সময়: ১৪:৫২:১২   ১৭৯ বার পঠিত   #