শনিবার, ২ ডিসেম্বর ২০২৩

শাহজালালে ৭ কোটি টাকার স্বর্ণসহ ৪ যাত্রী আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » শাহজালালে ৭ কোটি টাকার স্বর্ণসহ ৪ যাত্রী আটক
শনিবার, ২ ডিসেম্বর ২০২৩



শাহজালালে ৭ কোটি টাকার স্বর্ণসহ ৪ যাত্রী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ৪ যাত্রীর কাছ থেকে ৬ কেজি ৯৫৬ গ্রাম স্বর্ণ জব্দ করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও ঢাকা কাস্টমস।
আটককৃতরা হচ্ছে- মো. আলী হোসেন, জসীম উদ্দিন (৪৭), লিটু মিয়া (৩৯) ও মোহাম্মদ জুম্মন খান।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক শনিবার রাতে বাসস’কে একথা জনান।
তিনি জানান, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যানুযায়ী পেস্ট ফর্মের গোল্ড, গোল্ড বিস্কুট এবং স্বর্ণের অলংকার উদ্ধার করা হয়েছে। যাত্রী মো. আলী হোসেন দুবাই থেকে আজ শনিবার ভোর ৫টায় এবং জসীম উদ্দিন (৪৭), লিটু মিয়া (৩৯) এবং মোহাম্মদ জুম্মন খান শুক্রবার রাত ১১টায় দুবাই থেকে বেসরকারি এয়ারলাইন্সে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
মোহাম্মদ জিয়াউল হক আরও জানান, যাত্রীরা বিমানবন্দরে অবতরণ করার পর এপিবিএন, এনএসআই ও কাস্টমস যৌথ আভিযান পরিচালনা করে। অভিযানে যাত্রীদের শনাক্ত করে পায়ুপথে গোল্ড রয়েছে এমন সন্দেহের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে উত্তরায় অবস্থিত হলি ল্যাব ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে এক্স-রে করা হলে তাদের পায়ুপথে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়।
তিনি আরও জানান, মো. আলী হোসেনের কাছ থেকে ৩টি ডিম্বাকৃতির পেস্ট গোল্ড (৮৮০ গ্রাম), গোল্ড বিস্কুট এবং অলংকারসহ মোট ১ কেজি ৯৪ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। জসীম উদ্দিনের কাছ থেকে ৯টি ডিম্বাকৃতির পেস্ট গোল্ড (১৯৫০ গ্রাম), গোল্ড বিস্কুট এবং অলংকারসহ মোট ২ কেজি ১৬৪ গ্রাম স্বর্ণ পাওয়া যায়।
এছাড়া মোহাম্মদ জুম্মন খানের কাছ থেকে ১৫৩৪ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। অপরদিকে লিটু মিয়ার কাছ থেকে ২১৬৪ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। আসামীদের কাছ থেকে জব্দ করা স্বর্ণের বাজার মূল্য প্রায় ৭ কোটি টাকা।
আটককৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক।

বাংলাদেশ সময়: ২১:৪৫:৩৭   ১০০ বার পঠিত